তৃণমূলে উন্নয়ন চান ভোটার
নির্বাচনী ডামাডোল জোরেশোরেই বাজছে বরিশালের ৬টি ইউপিতে। প্রচারণা শুরু হওয়ায় প্রার্থীরাও ছুটছেন ভোটারদের দুয়ারে। এ জন্য গ্রামগঞ্জের পাড়ামহল্লা, চায়ের টেবিলে ভোটের আলোচনা এবং সমালোচনা তুঙ্গে। প্রার্থীরা আশবাদী হলেও সজাগ ভোটাররা। কেননা বিভাগীয় শহর সংলগ্ন সদর উপজেলার এ ৬টি ইউনিয়নে কাঙ্ক্ষিত উন্নয়ন, অধিকা