‘ডিসি আমবাগান’ কাটা নিয়ে উত্তাপ এলাকায়
বাকেরগঞ্জে ‘ডিসি আমবাগান’ কেটে সাফ করা নিয়ে উপজেলা প্রশাসন ও পরিষদ দ্বিধাবিভক্তি হয়ে পড়েছে। এদিকে কেটে ফেলা আম টক নাকি মিষ্টি সে আলোচনাও তুঙ্গে। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ‘আম টক, তাই বাগান উজার করে ভবন’ শিরোনামে একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশ হলে হইচই পড়ে যায় এলাকায়।