অনেক সময় ওষুধ সেবনের কথা মনে থাকে না। নিয়ম মেনে, সঠিক সময়ে ওষুধ সেবন না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এই সমস্যার সমাধানে নতুন ফিচার নিয়ে এসেছে স্যামসাং। কখন কোন ওষুধ আপনার সেবনের কথা তা জানাবে এই ফিচার।
ব্যবহারকারীদের প্রেসক্রিপশন অনুয়ায়ী ওষুধ সেবনে সাহায্য করার জন্য ফিচারটি নকশা করা হয়েছে। গ্রাহকেরা কত ডোজ সেবন করছেন বা কখন সেবন করেছেন সেসব তথ্য এই ফিচারে লগ করতে পারবে। এর ফলে ওষুধ সেবন নিয়ে বিভ্রান্তি দূর হবে।
ফিচারটি ব্যবহার করে গ্রাহকেরা ওষুধ সেবন ও প্রেসক্রিপশন অনুযায়ী নতুন ওষুধ কেনার জন্য রিমাইন্ডার দিতে পারবে। রিমাইন্ডারগুলো মৃদু থেকে শক্তিশালী বিভিন্ন সেটিংসে গ্রাহকেরা সেট করতে পারবে। উদাহরণস্বরূপ—ব্যবহারকারীরা যদি কোনো সাপ্লিমেন্ট সেবন করে, তাহলে তারা জেনটাল বা মৃদু রিমাইন্ডার সেট করতে পারবে। এর ফলে একটি সাধারণ পপ আপের মাধ্যমে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। স্ট্রং বা শক্তিশালী সেটিংস পুরো স্ক্রিন জুড়ে ওষুধ সেবনের জন্য রিমাইন্ডার দেবে।
রিমাইন্ডারগুলো গ্রাহকের গ্যালাক্সি স্মার্টওয়াচেও পাওয়া যাবে। তাই ফোন সঙ্গে না থাকলেও ওষুধ সেবনের নোটিফিকেশন গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
ওষুধ ও ভিটামিন সম্পর্কে সাধারণ তথ্য জানাবে এই ফিচার। সেই সঙ্গে ওষুধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করবে। এছাড়া ওষুধগুলো সেবনের সময় কোন কোন খাবার ও উপাদান গ্রহণ করা যাবে সেই সম্পর্কেও তথ্য দেবে এই ফিচার।
ব্যবহারকারীরা অ্যাপটিতে ওষুধের রং ও আকার সম্পর্কে তথ্য যোগ করতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা যেসব ওষুধ সেবন করছেন সেসবের মধ্যে সহজেই পার্থক্য দেখতে পারবে।
ফিচারটি ছাড়ার নির্দিষ্ট তারিখের ঘোষণা দেয়নি স্যামসাং। তবে আগামী সপ্তাহে ফিচারটি আসার সম্ভাবনা রয়েছে। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ছাড়া হবে। বিশ্বের অন্যান্য দেশের জন্য ফিচারটি ধীরে ধীরে ছাড়া হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
অনেক সময় ওষুধ সেবনের কথা মনে থাকে না। নিয়ম মেনে, সঠিক সময়ে ওষুধ সেবন না করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। এই সমস্যার সমাধানে নতুন ফিচার নিয়ে এসেছে স্যামসাং। কখন কোন ওষুধ আপনার সেবনের কথা তা জানাবে এই ফিচার।
ব্যবহারকারীদের প্রেসক্রিপশন অনুয়ায়ী ওষুধ সেবনে সাহায্য করার জন্য ফিচারটি নকশা করা হয়েছে। গ্রাহকেরা কত ডোজ সেবন করছেন বা কখন সেবন করেছেন সেসব তথ্য এই ফিচারে লগ করতে পারবে। এর ফলে ওষুধ সেবন নিয়ে বিভ্রান্তি দূর হবে।
ফিচারটি ব্যবহার করে গ্রাহকেরা ওষুধ সেবন ও প্রেসক্রিপশন অনুযায়ী নতুন ওষুধ কেনার জন্য রিমাইন্ডার দিতে পারবে। রিমাইন্ডারগুলো মৃদু থেকে শক্তিশালী বিভিন্ন সেটিংসে গ্রাহকেরা সেট করতে পারবে। উদাহরণস্বরূপ—ব্যবহারকারীরা যদি কোনো সাপ্লিমেন্ট সেবন করে, তাহলে তারা জেনটাল বা মৃদু রিমাইন্ডার সেট করতে পারবে। এর ফলে একটি সাধারণ পপ আপের মাধ্যমে ফোনে একটি নোটিফিকেশন দেখানো হবে। স্ট্রং বা শক্তিশালী সেটিংস পুরো স্ক্রিন জুড়ে ওষুধ সেবনের জন্য রিমাইন্ডার দেবে।
রিমাইন্ডারগুলো গ্রাহকের গ্যালাক্সি স্মার্টওয়াচেও পাওয়া যাবে। তাই ফোন সঙ্গে না থাকলেও ওষুধ সেবনের নোটিফিকেশন গ্রাহকের কাছে পৌঁছে যাবে।
ওষুধ ও ভিটামিন সম্পর্কে সাধারণ তথ্য জানাবে এই ফিচার। সেই সঙ্গে ওষুধগুলোর পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করবে। এছাড়া ওষুধগুলো সেবনের সময় কোন কোন খাবার ও উপাদান গ্রহণ করা যাবে সেই সম্পর্কেও তথ্য দেবে এই ফিচার।
ব্যবহারকারীরা অ্যাপটিতে ওষুধের রং ও আকার সম্পর্কে তথ্য যোগ করতে পারবে। এর ফলে ব্যবহারকারীরা যেসব ওষুধ সেবন করছেন সেসবের মধ্যে সহজেই পার্থক্য দেখতে পারবে।
ফিচারটি ছাড়ার নির্দিষ্ট তারিখের ঘোষণা দেয়নি স্যামসাং। তবে আগামী সপ্তাহে ফিচারটি আসার সম্ভাবনা রয়েছে। এটি প্রথমে যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য ছাড়া হবে। বিশ্বের অন্যান্য দেশের জন্য ফিচারটি ধীরে ধীরে ছাড়া হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে