Ajker Patrika

উপনির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
উপনির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি: মির্জা ফখরুল

ঢাকা: আসন্ন উপনির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। শনিবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকর্মীদের জানান ফখরুল। তিনি জানান, ভেঙে পড়া নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের অযোগ্যতা এবং নির্বাচনে সরকারের হস্তক্ষেপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী জুলাইয়ে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের তারিখ এখনো ঠিক হয়নি।

সংবাদ সম্মেলনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনের (২৯ ও ৩০ মে) কর্মসূচির ঘোষণা দেন ফখরুল। কর্মসূচির মধ্যে রয়েছে ২৯ মে জিয়াউর রহমানের জীবনের ওপর ভার্চ্যুয়াল আলোচনা। দেশের মহানগর, জেলা ও উপজেলা নেতা কর্মীরা এ আলোচনায় যুক্ত থাকবেন।

৩০ মে সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয় এবং দেশের মহানগর, জেলা, উপজেলা বিএনপির সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে। এদিন সকাল ১১টায় জিয়াউর রহমানের কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। সারা দেশে মহানগর, জেলা, উপজেলা ও পৌর কমিটিগুলো জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ