Ajker Patrika

‘হেফাজতের সহিংসতার ঘটনায় বিএনপি জড়িত’

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১৫: ৪৪
‘হেফাজতের সহিংসতার ঘটনায় বিএনপি জড়িত’

ঢাকা: দেশজুড়ে হেফাজতে ইসলামের সহিংস আন্দোলনের সঙ্গে বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ দাবি করেছেন।

মঙ্গলবার রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

কাদের অভিযোগ করে বলেন, বিএনপি মহাসচিবের গত কয়েকদিনের কথাবার্তা শুনলে মনে হয়, বিএনপি হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবলীলার পৃষ্ঠপোষকই নয়, এসব সহিংস ঘটনায় তারা জড়িত ছিলও।

তিনি বলেন, কোনও দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়ি ঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হচ্ছে।

সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে কাদের বলেন, গত ১৩ বছর ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলেন। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন।

তিনি বলেন, গণতন্ত্রের বন্ধুর পথ ধরে হাঁটছেন শেখ হাসিনা, বাধা বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার। কিন্তু বিএনপি এ পথে বড় বাধা, তাদের অসহযোগিতা এবং বাধার কারণেই গণতন্ত্রের মসৃণ যাত্রা বারবার হোঁচট খেয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রাহকদের কাছে বিআরটিএ'র গ্রহণ যোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে, সেগুলো বন্ধ করতে হবে।

এ সময় প্রকৌশলীদের দায়িত্ব পালনে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনবেন না। কাজটা মেয়াদের মধ্যেই সম্পন্ন করার চেষ্টা করুন। কাজের মান ঠিক রেখে, গতি বাড়াতে হবে। দ্রুত কাজ শেষ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত