Ajker Patrika

হেফাজতের যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্ পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
হেফাজতের যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্ পাঁচ দিনের রিমান্ডে

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালিদ সাইফুল্লাহ্কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ শুক্রবার (২৩ এপ্রিল) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী আন্দোলনের সময় তাণ্ডবের ঘটনায় পল্টন থানার নাশকতার মামলায় আজ দুপুরে খালেদ সাইফুল্লাহকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার ভোরে গ্রামের বাড়ি মানিকগঞ্জ থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

ঢাকার আদালতে কর্মরত পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল মোতালেব আজকের পত্রিকা কে জানান, খালেদ সাইফুল্লাহ গত ২৬মার্চ মোদি বিরোধী আন্দোলনের সময় বায়তুল মোকাররমের আশেপাশে তাণ্ডবে সরাসরি অংশ নেন তিনি। রিমান্ড আবেদনে বলা হয়েছে, খালিদ সাইফুল্লাহকে জিজ্ঞাসাবাদ করলে ওই দিনের ঘটনায় হেফাজতে ইসলামের যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে শনাক্ত করা সম্ভব হবে এবং পলাতক আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত