Ajker Patrika

হেফাজতের নায়েবে আমীর আবদুল কাদের পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ এপ্রিল ২০২১, ১৫: ৫৪
হেফাজতের নায়েবে আমীর আবদুল কাদের পাঁচ দিনের রিমান্ডে

ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর, খেলাফত মসলিজের মহাসচিব ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।

আজ দুপুরে আবদুল কাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।

প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়।

রাষ্ট্রপক্ষে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আবদুল মোতালেব আদালতকে বলেন, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানেও আগুন ধরিয়ে দেয় তাঁরা। গ্রেপ্তার আবদুল কাদের ওই ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হেফাজতে ইসলামের মদতদাতাদের ও পলাতক অন্য আসামিদের খুঁজে বের করার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত