নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর, খেলাফত মসলিজের মহাসচিব ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আজ দুপুরে আবদুল কাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রপক্ষে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আবদুল মোতালেব আদালতকে বলেন, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানেও আগুন ধরিয়ে দেয় তাঁরা। গ্রেপ্তার আবদুল কাদের ওই ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হেফাজতে ইসলামের মদতদাতাদের ও পলাতক অন্য আসামিদের খুঁজে বের করার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।
ঢাকা: ২০১৩ সালে রাজধানীর পল্টন এলাকায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় দায়ের করা নাশকতার এক মামলায় হেফাজতে ইসলামের নায়েবে আমীর, খেলাফত মসলিজের মহাসচিব ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অধ্যাপক আবদুল কাদেরকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রবিবার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাঁকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
আজ দুপুরে আবদুল কাদেরকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচদিন রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে তাঁকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল।
প্রসঙ্গত ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজত কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রপক্ষে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. আবদুল মোতালেব আদালতকে বলেন, হেফাজতে ইসলাম ২০১৩ সালের ৫ মে বায়তুল মোকাররম এলাকায় তাণ্ডব চালায়। তাঁরা বায়তুল মোকাররম ও আশেপাশের এলাকায় আগুন দেয়। ভাঙচুর করে। বায়তুল মোকাররম ও আশেপাশের বইয়ের দোকানেও আগুন ধরিয়ে দেয় তাঁরা। গ্রেপ্তার আবদুল কাদের ওই ঘটনায় জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। হেফাজতে ইসলামের মদতদাতাদের ও পলাতক অন্য আসামিদের খুঁজে বের করার জন্য রিমান্ডে নেওয়ার প্রয়োজন।
বাংলাদেশের সংবিধানের চার মূলনীতি পরিবর্তন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের প্রয়োজন নেই বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সংসদে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনের পক্ষে দলটি। অন্যদিকে সংবিধান সংস্কার-সংক্রান্ত সব প্রস্তাব বাস্তবায়ন নির্বাচিত সংসদের মাধ্যমে করার
৯ ঘণ্টা আগেচিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী একজন আজীবন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি যত দিন বেঁচে ছিলেন, এ দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। তিনি একটি সুন্দর গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সব সময় কাজ করেছেন। ফ্যাসিবাদী আমলেও তিনি সবাইকে একত্র করার চেষ্টা করেছেন। তবে ফ্যাসিস্টের পতন তিনি দেখে যেতে পারেননি।
১০ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আগামী শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সঙ্গে থাকা সংশ্লিষ্টরা। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির সহযোগী সংগঠন এনসিপির যুব উইংয়ের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপ
১১ ঘণ্টা আগেসংবাদ সম্মেলনে আওয়ামী লীগকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এ ছাড়া আওয়ামী লীগের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
১৪ ঘণ্টা আগে