Ajker Patrika

রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি জানিয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক বন্দিদের মুক্তি দাবি জানিয়েছে বিএনপি

ঢাকা: সম্প্রতি দেশের কারাগারগুলোতে করোনা সংক্রমণের খবরে গভীর উদ্বেগ জানিয়েছে বিএনপি। করোনাভাইরাসের মহামারি রোধে গুরুতর অপরাধে দণ্ডিত আসামীদের রেখে রাজনৈতিক বন্দী ও লঘুদণ্ডে দণ্ডিত অপরাধীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে দলটি।

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে সারাদেশ থেকে গ্রেপ্তারকৃত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান তিনি।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশে করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে ধারণক্ষমতার চেয়েও কয়েকগুণ বেশি বন্দী থাকায় কারাগারে স্বাস্থ্যবিধি মানা বা শারীরিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। সম্প্রতি সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের কয়েকশত নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। কারাগারে করোনাভাইরাস আরও বিস্তার লাভ করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

কারাগারগুলো করোনাভাইরাস সংক্রমণের প্রবল ঝুঁকিতে আছে বলে উল্লেখ করে বলেন, বেশ কিছু কারাগারে করোনাভাইরাসে বন্দীদের আক্রান্তের সংবাদ পাওয়া যাচ্ছে এবং এরই মধ্যে একজনের মৃত্যু ঘটেছে বলেও সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে। বন্দীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে আত্মীয়-পরিজনরা চরম উদ্বিগ্ন রয়েছেন। এ অবস্থায় উচ্চ আদালতের চূড়ান্ত বিচারে চাঞ্চল্যকর মামলায় দোষীরা বাদে রাজনৈতিক কারণে বন্দী ও লঘু অপরাধে বন্দিদের মানবিক বিবেচনায় জামিন দেওয়া হলে করোনাভাইরাসের এই ভয়াবহ পরিণতি থেকে বন্দিরা রক্ষা পেতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ