Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া গ্রেপ্তার

প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া হেফাজতের সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে সংগঠনটির জেলা কমিটির সহকারী প্রচার সম্পাদক মুফতি মাওলানা জাকারিয়া খানকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় এই প্রথম হেফাজতের কোন পদধারী নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।

সোমবার সকালে গণমাধ্যমের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ দাবি করে গ্রেফতারকৃত মুফতি মাওলানা জাকারিয়া খান প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, গত ২৬, ২৭ ও ২৮শে মার্চ হেফাজতের কেন্দ্রীয়  নির্দেশে সরকার উৎখাতের সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসা সহ আশেপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষকদের নিয়ে ব্যাপক হামলা চালায়। সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে হেফাজতের ছাত্র শিক্ষকগণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, রাতে জেলা পুলিশের বিশেষ একটি অভিযানে মুফতি মাওলানা জাকারিয়াকে গ্রেফতার করা হয়। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চলা হেফাজতের তাণ্ডবে তিনি সম্পৃক্ত ছিলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারাদেশে আন্দোলন করেছে হেফাজতে ইসলাম। এসব ঘটনায় মোট ৫৫টি মামলা হয়েছে। এসব মামলায় নাম ৪১৪ জন আসামীর নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি ৩৫ হাজারেরও বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত