Ajker Patrika

কমিটি বিলুপ্তির রাতেই হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

কমিটি বিলুপ্তির রাতেই হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

ঢাকা: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণার ৪ ঘণ্টার মাথায় পাঁচ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক হেফাজতের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরী। বাকি ৪ জন হলেন—মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী।

গতকাল রোববার রাত ১১টার দিকে মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের এক ভিডিও বার্তায় হেফাজতে ইসলামের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন জুনায়েদ বাবুনগরী। বর্তমান পরিস্থিতি ও কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যের পরামর্শে এ সিদ্ধান্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলেও তিনি ঘোষণা দেন।

এরপর রাত ৩টার দিকে হেফাজতে ইসলামের ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হল। এ কমিটিতে জুনায়েদ বাবুনগরী, মহিববুল্লাহ বাবুনগরী ও নুরুল ইসলাম জিহাদীর নাম ছিল। এর দেড় ঘণ্টা পরে সদস্যের তালিকায় মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমানের নাম যুক্ত করা হয়।

হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, এই ৫ সদস্যের আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম ও কর্মসূচি চলবে। দ্রুত পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, গণজাগরণ মঞ্চের বিরোধিতায় ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজতে ইসলাম আলোচনায় আসে। ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফী ইন্তেকাল করেন। একই বছরের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করে হেফাজতে ইসলাম।

সম্প্রতি ভাস্কর্য বিরোধিতা, মোদির সফরের বিরোধিতা ও সহিংসতাসহ সংগঠনটির যুগ্ম মহাসচিব মামুনুল হক দ্বিতীয় স্ত্রীসহ নারায়ণগঞ্জের একটি রিসোর্টে ঘেরাওয়ের পর আলোচনায় আসে হেফাজত। সহিংসতায় পুলিশের গুলিতে ২৬ থেকে ২৮ মার্চ সংগঠনটির ১৭ জন নেতাকর্মী নিহত হয়। গতকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে সংগঠনটির কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ১৯ জন নেতাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত