Ajker Patrika

পরীমণির সমালোচনা শেষে টিকটক নিষিদ্ধের দাবি জানালেন টিপু

নিজস্ব প্রতিবেদক
পরীমণির সমালোচনা শেষে টিকটক নিষিদ্ধের দাবি জানালেন টিপু

ঢাকা: চিত্রনায়িকা পরীমণিকে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগের মামলায় গ্রেপ্তার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন পার্টির সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। তিনি বলেছেন, গত কয়েক দিন ধরে একজন চিত্রনায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। ছাত্র অবস্থা থেকে। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে খাজনা দেন। 

আজ বৃহস্পতিবার সংসদে ২০২১-২৩২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় তিনি এ দাবি জানান। 

এমপি টিপু বলেন, ওই ক্লাবে যে নায়িকা গিয়েছিলেন, তাঁরা তো অভিনয় করতে জানেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, তাঁকে কোলে করে একটা গাড়িতে তোলা হচ্ছে। তাঁদের এই সমস্ত দিকে লক্ষ্য রেখে আমি সরকারের কাছে আবেদন রাখব, আইন আইনের মতো চলবে। অনতিবিলম্বে নাসির মাহমুদকে যাতে এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। আইন চলবে, তাঁকে যেন মুক্তি দেওয়া হয়। 

জাতীয় পার্টির এ নেতা আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, ওই নায়িকা গুলশানে একটি ক্লাবে কতগুলো চেয়ার ভাঙছে, প্লেট ভাঙছে, পেপার ওয়েট ভাঙছে। ছবিতে দেখলাম, তিনি যত ওপরে পা তুলে একজনকে আঘাত করলেন, দেখলাম, বঙ্গ ললনারা শতকরা ৯৮ জনই এটা করতে পারবে না। এই ব্যাপারটা অত্যন্ত স্পর্শকাতর। সরকারের কাছে আশা করবো, যাতে ব্যাপারটা ঠিকমতো দেখে। 

শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধে আইন করার দাবি জানিয়ে গোলাম কিবরিয়া টিপু বলেন, যুব সমাজ এই টিকটক দিয়ে বেহায়াপনা করছে। আমরা ঢাকার বাইরে গেলেও দেখি। কিছু বলতে পারি না। তাতে হিতে বিপরীত হতে পারে। এটা আইন করে ব্যান করা উচিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...