Ajker Patrika

‘ফের ভ্যাকসিন নিলে স্পুতনিকই নেবেন’

‘ফের ভ্যাকসিন নিলে স্পুতনিকই নেবেন’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে স্পুতনিক টিকা নেওয়ার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার রাশিয়ার সোচিতে পুতিনের সঙ্গে বৈঠক করেন এরদোয়ান। সেখানেই তিনি এই পরামর্শ দেন। 

তিন ঘণ্টাব্যাপী এই বৈঠকে এরদোয়ানকে পুতিন বলেন, আমার করোনা বিরোধী উচ্চমাত্রার অ্যান্টিবডি আছে। সুতরাং আপনিও পরবর্তীতে টিকা নিলে স্পুতনিকের টিকা নেবেন। 

এর জবাবে এরদোয়ান জানান, সে এরই মধ্যে ফাইনালের ভ্যাকসিন নিয়েছেন এবং তাঁর অ্যান্টিবডির মাত্রা এক হাজার ১০০। 

এরপরই পুতিন বলেন, তাহলে পরবর্তীতে টিকা নিলে স্পুতনিক নেবেন। 

এই কথা শুনে হাসতে দেখা যায় এরদোয়ানকে। 

 সহকর্মীদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হওয়ায় চলতি মাসের শুরুতে দুই সপ্তাহের সেলফ আইসোলেশনে যান পুতিন। আজ বুধবারও রাশিয়ায় ৮৫৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে এটি একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। বিশ্লেষকেরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় এবং ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের ধীর গতির কারণে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে রাশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত দুই লাখ ৬ হাজার ৩৮৮ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনায় মৃত্যু দেখেছে রাশিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ