Ajker Patrika

বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনা মূল্যে পরীক্ষা

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ২১: ৪১
বিশ্ব ডায়াবেটিস দিবসে বিনা মূল্যে পরীক্ষা

বিশ্ব ডায়াবেটিস দিবস নানা আয়োজনে বগুড়া, সিরাজগঞ্জ ও জয়পুরহাটে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা, শোভাযাত্রা, ডায়াবেটিস রোধে করণীয় নিয়ে আলোচনা সভা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনা মূল্যে ডায়াবেটিস ক্যাম্পের আয়োজন করে বগুড়ার মহাস্থান লায়ন্স ক্লাব। গতকাল রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন মোজাম্মেল হক লালু পিএমজেএফ।

বেলকুচি (সিরাজগঞ্জ): ডায়াবেটিক সেন্টার অ্যান্ড কমিউনিটি হাসপাতালে বিনা মূল্যে ডায়াবেটিস রোগীদের স্ক্রিনিং ও চিকিৎসাসেবা দেন ডায়াবেটোলজিস্ট অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ এ বি এম কামরুল হাসান। তিনি বলেন, ‘আমাদের দেশে অনেকেই জানেন না কার ডায়াবেটিস আছে আর কার ডায়াবেটিস নেই। ডায়াবেটিস একটি ঘাতক মরণব্যাধি। এ রোগ কোনোদিন একেবারে নিরাময় হয় না কিন্তু ব্যায়াম আর খাদ্যাভ্যাস ঠিকমতো করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।’

জয়পুরহাট: ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’- এই স্লোগানে জয়পুরহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। গতকাল জয়পুরহাট ডায়াবেটিক সমিতি চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতি ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়।

ক্ষেতলাল: ‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’- এই স্লোগানে ক্ষেতলালে বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলা চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। শেষে বিনা মূল্যে দুই শতাধিক মানুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ