Ajker Patrika

বাসায় নিয়ে আটকে চাওয়া হয় মুক্তিপণ

সিরাজগঞ্জ সংবাদদাতা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ৫৬
বাসায় নিয়ে আটকে চাওয়া হয় মুক্তিপণ

সিরাজগঞ্জ শহরে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ আদায় করা একটি চক্রের এক নারীসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তাররা হলেন শহরের মিরপুর উত্তরপাড়ার মোহাম্মদ আলী (২৫), হোসেনপুর পুঠিয়াবাড়ির মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার আব্দুল জলিল (২৮) ও ধানবান্দি মহল্লার উন্নতি খাতুন ওরফে মিথিলা (২০)।

গতকাল র‍্যাব-১২ এর মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, গত মঙ্গলবার রাতে শহরের মাছুমপুর উকিলপাড়া মহল্লার একটি বাসায় এ অভিযান চালানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত মঙ্গলবার হাটিকুমরুল মোড়ের ফল ব্যবসায়ী সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের রঞ্জু সরকার (৪৩) ফল কিনতে সিরাজগঞ্জ শহরে আসেন। পূর্ব পরিচিত মিথিলার সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। একপর্যায়ে মিথিলা কৌশলে রঞ্জুকে তাঁর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে আটকে রেখে রঞ্জুকে মারধর করে তাঁর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। পরে রঞ্জুর স্বজনেরা র‍্যাবের কাছে লিখিত অভিযোগ করেন। পরে রাতেই ওই ভাড়া বাসায় অভিযান চালিয়ে রঞ্জুকে উদ্ধার ও চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ২২ বিচারপতি

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ