Ajker Patrika

ভেলায় চেপে জলবায়ু উদ্বাস্তুদের প্রতীকী যাত্রা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ০৯: ৩৪
ভেলায় চেপে জলবায়ু উদ্বাস্তুদের প্রতীকী যাত্রা

কলাগাছের ভেলায় চড়ে কীর্তনখোলা নদীতে প্রতীকী যাত্রা করেছে কয়েকটি জলবায়ু উদ্বাস্তু পরিবার। ছোট ভেলায় তারা তুলে নেয় ছাগল-হাঁস-মুরগি ও যৎসামান্য সম্বল। তাদের হাতে থাকা প্লাকার্ডে স্লোগান লেখা ছিল ‘আমাদেরকে জলবায়ু উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি দাও’। এ সময় সমব্যথীরা নদীর পাড়ে দাঁড়িয়ে মানববন্ধন করেছে। গতকাল দুপুরে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের পামেরহাট সংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে এমন ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্ব নেতাদের কাছে কার্বন নির্গমন কমানোর দাবিতে উন্নয়ন সংস্থা প্রান্তজন, বাংলাদেশের বৈদেশিক দেনা বিষয়ক কর্ম জোট (বিডব্লিউডিইডি) ও উপকূলীয় জীবনযাত্রা ও পরিবেশ কর্ম জোট (ক্লিন) যৌথভাবে এ আয়োজন করে।

উদ্বাস্তু যাত্রায় বক্তারা অবিলম্বে কয়লাসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ করা, উন্নত বিশ্বের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিবছর ১০০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ