Ajker Patrika

চেয়ারম্যানের ওপর হামলা, সদস্য গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৩৩
চেয়ারম্যানের ওপর হামলা, সদস্য গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান নেহালের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে দেয় স্থানীয় বাসিন্দারা। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত রোববার রাত ৯টার দিকে লতা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এ সময় ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য তাইজুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান বাদী হয়ে তাইজুল ইসলাম ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে কাজীরহাট থানায় মামলা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে চেয়ারম্যান মিজানুর রহমানের সঙ্গে স্বপন চৌধুরী ও তাইজুল ইসলামের বিরোধ চলে আসছে। এই দুই ইউপি সদস্য এলাকায় চেয়ারম্যানের বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটাচ্ছিলেন। সম্প্রতি চেয়ারম্যান বিষয়টি জানতে পেরে ওই দুই সদস্যকে কুৎসা রটাতে বারণ করেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রোববার রাত ৯টার দিকে বাংলাবাজার এলাকায় স্বপন চৌধুরী ও তাইজুল ইসলাম কয়েকজন সহযোগী নিয়ে চেয়ারম্যানের ওপর হামলা করেন। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাইজুলকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ইউপি সদস্য তাইজুলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ