Ajker Patrika

বিদ্রোহীর সমর্থকদের বাড়িঘরে হামলা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৬: ২৫
বিদ্রোহীর সমর্থকদের বাড়িঘরে হামলা

সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় গতকাল ৬-৭টি বাড়িতে হামলা হয়েছে। ভুক্তভোগীরা ইউপি ভোটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রুবেল হোসেন মামুন তালুকদারের অনুসারী ছিলেন। এ সময় কুপিয়ে নষ্ট করা হয়েছে স্থানীয় সালাম শরীফ, শামীম, খলিল হাওলাদার, রব হাওলাদার, আইয়ুব হাওলাদার ও লাল হাওলাদারের ঘর। গতকাল সকালে জগদ্দল এলাকায় এ ঘটে। সায়েস্তাবাদে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আরিফুজ্জামান মুন্না।

সায়েস্তাবাদের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য জসিম উদ্দিন খান সাংবাদিকদের বলেন, ‘সকাল সাতটার দিকে খোরশেদ মুন্সি ও দুলাল চারুর নেতৃত্বে কিছু লোকজন ওই ঘরবাড়িতে হামলা চালায়।’

আনারস প্রতীকের প্রার্থী রুবেল হোসেন মামুন তালুকদার বলেন, ‘যাদের ঘরবাড়ি কোপানো হয়েছে তার আমার নির্বাচনী কর্মী ছিলেন। নির্বাচন শেষ হতেই এদের এলাকাছাড়া করা হয়। এরপর বাড়িঘরে হামলা চালানো হয়।’

ভুক্তভোগী সালাম শরীফ জানান, তার ঘর এমনভাবে কোপানো হয়েছে সেখানে থাকার উপায় নেই। খুরশিদ মুন্সি ও দুলাল চারুর নেতৃত্বে এটি হয়।

এ ব্যাপারে আরিফুজ্জামান মুন্নার বক্তব্য পাওয়া যায়নি। তবে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দুলাল মোল্লা জানান, নৌকা ও আনারসের দুই গ্রুপে উত্তেজনা হয়েছিল। পরে তাদের সরিয়ে দিয়েছেন। তিনি বলেন, ‘আনারসের লোকজন নিজেদের ঘর কুপিয়ে নৌকার লোকজনের বদনাম করে।’

কাউনিয়া থানার ওসি (তদন্ত) সগির হোসেন বলেন, ‘আনারসের প্রার্থী মামুনের অনুসারীদের কয়েকটি বাড়িতে ঢুকে নৌকার সমর্থকেরা বিশৃংখলা সৃষ্টি করেছে।’ বাড়ি-ঘরে হামলা হয়েছিল কিনা এ প্রসঙ্গে সগির বলেন, ‘এ রকমই’। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...