Ajker Patrika

শ্মশানের গাছে যুবকের ঝুলন্ত লাশ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ৫৮
শ্মশানের গাছে যুবকের ঝুলন্ত লাশ

বগুড়ার শাজাহানপুরের মাদলা চাঁচাইতারা শ্মশানঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম মো. সজল (৩২)। তিনি বারুনিঘাট গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে পুলিশ সজলের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সজল চিটাগাংয়ে একটি বেসরকারি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন।

নিহতের ভাই সাখাওয়াত হোসেন সোহেল বলেন,`আমাদের মা-বাবা আগেই মারা গেছেন। ৪ ভাই বোনের মধ্যে সজল ছিল দ্বিতীয়। ফেসবুকে নিজ উপজেলার জোঁকা গ্রামের এক মেয়ের সঙ্গে সজলের পরিচয় হয়। প্রায় ৫মাস আগে বাড়িতে কিছু না জানিয়ে সজল ওই মেয়েকে বিয়ে করে। বিয়ের বিষয়ে আমরা পরে জানতে পারি।'

তিনি বলেন, ‘বিয়ে নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না। তবে বিয়ের পর থেকেই সজল আমাদের সঙ্গে কম যোগাযোগ করত। এর মধ্যে ওই মেয়ের বাবা চিটাগং গিয়ে সজলের সঙ্গে দেখা করে কথা বলে আসে।’

সোহেল আরও বলেন, ‘প্রায় দেড় মাস আগে মেয়েটি সজলকে ডিভোর্স দেয় বলে জানতে পারি। ওই মেয়েটি ডিভোর্সের পর অন্য ছেলেকে বিয়ে করে সংসার করছে। সজলের মৃত্যুর কারণ এটি হতে পারে বলে আমার মনে হয়।’

শাজাহানপুর থানার পরিদর্শক (সার্বিক) আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতের পকেটে থাকা মানিব্যাগে ১৯ নভেম্বরের শ্যামলী এনআর ট্রাভেলস এর একটি টিকিট পাওয়া গেছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত