Ajker Patrika

ঘানি টানা সেই দম্পতি পেলেন গরু

কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০: ৫৪
ঘানি টানা সেই দম্পতি পেলেন গরু

সিরাজগঞ্জের কাজীপুরে নিজেদের কাঁধে করে ঘানির জোয়াল টানা দম্পতি আবদুল খালেক প্রামাণিক ও রাহালার শারীরিক কষ্টের দিন শেষ হতে চলেছে। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের একটি গরু উপহার দেওয়া হয়েছে।

কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী গতকাল সোমবার সকালে কুনকুনিয়া প্রামাণিক পাড়ায় খালেকের হাতে গরুটি তুলে দেন।

গরু পেয়ে আবেগাপ্লুত খালেক বলেন, ‘আমার আর ঘাড়ে জোয়াল বাঁইধা ঘানি টাইনতে হইব না। আমার পরিবারের কাউকেই আর ঘানি টাইনতে হইব না। ডিসি স্যার আমাক গরু দিছে। অনেক খুশি হছি। ইউএনও স্যার আমার বাড়িত যায়া আমার কষ্ট দেখছে। পরে গরু কিনা দিছে।’

খালেক ও রাহালা দম্পতিকে নিয়ে গত ২১ সেপ্টেম্বর আজকের পত্রিকার অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসে। দম্পতির ঘানি টানা পরিদর্শন করতে যান ইউএনও জাহিদ। পরে তিনি বিষয়টি জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদকে জানান। তিনি ওই দম্পতির কষ্ট লাঘবে জেলা প্রশাসনের পক্ষ থেকে গরু উপহার দেওয়ার নির্দেশ দেন।

ইউএনও জাহিদ বলেন, ‘আব্দুল খালেকের হাতে গরুটি তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। এরপরও যদি ওই দম্পতির কোনো সমস্যা হয়, আমাদের জানালে সহায়তার হাত বাড়িয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ