Ajker Patrika

মেহেন্দীগঞ্জে দুপক্ষের বিরোধে আ.লীগ কার্যালয়ে তালা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০: ৫৮
মেহেন্দীগঞ্জে দুপক্ষের বিরোধে আ.লীগ কার্যালয়ে তালা

বরিশালের মেহেন্দীগঞ্জে আন্ধারমানিক ইউনিয়নে আওয়ামী লীগের দুই পক্ষের বিরোধের জেরে দলীয় অফিসে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দলীয় অফিসে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে উভয়পক্ষ।

জানা যায়, গত শুক্রবার রাতে কে বা কারা দলীয় অফিসে তালা দিয়ে যায়। শনিবার সারা দিন আন্ধারমানিক ইউনিয়নে উত্তেজনা বিরাজ করে। তালা দেওয়ার বিষয়ে একপক্ষ অপরপক্ষকে দায়ী করছে। বিবদমান দুই পক্ষের মধ্যে একপক্ষ স্থানীয় সাংসদ পংকজ দেবনাথ গ্রুপ ও অপরপক্ষ জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি গ্রুপ বলে জানা গেছে।

মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদত হোসেন মাসুম শনিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতদের লাগানো তালাটি ভেঙে দলের অফিসে নতুন আরেকটি তালা লাগিয়ে দেন এবং উভয়পক্ষের হাতে পৃথক দুটি চাবি হস্তান্তর করেন।

তথ্যটি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. মতিউর রহমান। তিনি বলেন, ‘ইউএনও নিজে উপস্থিত থেকে অজ্ঞাতদের লাগানো তালাটি ভেঙে দেন। পরে আরেকটি নতুন তালা লাগিয়ে দুই পক্ষের হাতেই চাবি দিয়েছেন। প্রশাসনের অনুরোধে কোনো পক্ষ কর্মসূচি পালন করেনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানাত সমর্থক আলাউদ্দিন কবিরাজ জানান, সংসদীয় আসন হিজলা-মেহেন্দীগঞ্জ সর্বত্র স্থানীয় এমপি পংকজ দেবনাথের পক্ষ-বিপক্ষ দুটি গ্রুপ সক্রিয়। আন্ধারমানিক ইউনিয়ন দলীয় কার্যালয়ের চাবি উভয়পক্ষের কাছে ছিল। শুক্রবার তারা (আলাউদ্দিন কবিরাজ) জানতে পারে, এমপি গ্রুপ ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের জন্য শনিবার দলীয় কার্যালয়ে সভা করবে। এ খবর জানতে পেরে তারাও শনিবার দলীয় কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা করে। এ নিয়ে ইউনিয়নে উত্তেজনা চলছিল। শনিবার রাতে এমপি গ্রুপ দলীয় কার্যালয়ে সভার পর মোটরসাইকেল শোভাযাত্রা করে উসকানিমূলক স্লোগান দেয়। শনিবার সকালে জেলা আওয়ামী লীগ গ্রুপের কর্মী-সমর্থকেরা দলীয় কার্যালয়ে দরজায় আরেকটি তালা লাগানো দেখতে পায়।

এমপি গ্রুপের সমর্থক আন্ধারমানিক ইউনিয়ন চেয়ারম্যান ও বহিষ্কৃত সভাপতি শহিদুল ইসলাম জানান, তাঁরা শনিবার দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছিলেন। সকালে দলীয় কার্যালয়ে এসে নতুন আরেকটি তালা মারা দেখতে পান। কারা এ তালাটি মেরেছে—এ বিষয়ে তিনি কিছু জানেন না।

এ বিষয়ে জানতে ইউএনও মো. শাহাদত হোসেন মাসুদের মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ