Ajker Patrika

নানা আয়োজনে যুব দিবস পালিত

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮: ১৮
নানা আয়োজনে যুব  দিবস পালিত

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২১ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সোমবার বিভিন্ন স্থানে শোভাযাত্রা, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে। জেলা-উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

জয়পুরহাট : যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস. এম সোলায়মান আলী, জেলা আ. লীগের সম্পাদক জাকির হোসেন মণ্ডল প্রমুখ।

বেলকুচি (সিরাজগঞ্জ) : বেলকুচিতে ইউএনও আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

কালাই (জয়পুরহাট) : জয়পুরহাটের কালাই উপজেলায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও টুকটুক তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নূর আসাদ উজ জামান, বীর মুক্তিযোদ্ধা মনীষ চৌধুরী প্রমুখ।

সারিয়াকান্দি (বগুড়া) : সারিয়াকান্দি উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রাসেল মিয়া। প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ সাহাদারা মান্নান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম, সাংসদ পুত্র শাখাওয়াত হোসেন সজল, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনূর বেগম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মমতাজুর রহমান মণ্ডল প্রমুখ।

শিবগঞ্জ (বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে র্যালি পরবর্তী আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা, যুব উন্নয়ন কর্মকর্তা নাজিয়া শামস, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল প্রমুখ।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের কামারখন্দে যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনও মেরিনা সুলতানা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রেজাউল করিম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ