Ajker Patrika

দীপাবলি উৎসব আজ, ব্যাপক প্রস্তুতি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ২৫
দীপাবলি উৎসব আজ, ব্যাপক প্রস্তুতি

বরিশাল নগরীর কাউনিয়া মহাশ্মশানে আজ বুধবার অনুষ্ঠেয় দীপাবলি উৎসব উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরিশাল মহাশ্মশানে ২০০ বছর ধরে দিপাবলী উৎসব উদ্‌যাপিত হয়। প্রতিবছর কালি পূজার আগের দিন পূন্যতিথীতে হিন্দুধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দ্বীপ জ্বেলে শ্রদ্ধা নিবেদন করেন।

দীপাবলি উৎসব উপলক্ষে বরিশাল মহাশ্মশানে সমাধি মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতে ব্যস্ত সময় পার করছেন স্বজনেরা। ঐতিহ্যবাহী এই দিপাবলী উৎসব পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির নেতারা। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় ৬ একরের মহাশ্মশান এলাকা আলোকমালায় সজ্জিত করা হবে। আজ সন্ধ্যায় আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে বরিশাল মহাশ্মশান ।

মঙ্গলবার দুপুরে বরিশাল মহাশ্মশান ঘুরে দেখা যায়, প্রয়াত স্বজনদের স্মরণে নির্মিত সমাধিতে কেউ রং করছেন, কেউ বা মাটির সমাধি সংস্কার করছেন।

বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটির সাধারণ সম্পাদক তমাল মালাকার বলেন, বরিশাল মহাশ্মশানে এ বছরও দিপাবলী উৎসব পালিত হবে সংক্ষিপ্ত পরিসরে। মেলা এবং তোরণ নির্মাণ করা হবে না। তবে আলোকসজ্জা করা হবে। এখানে কাঁচাপাকা সমাধি মিলিয়ে প্রায় ৬৫ হাজার সমাধি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ