Ajker Patrika

‘ডিসি আমবাগান’ কাটা নিয়ে উত্তাপ এলাকায়

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১০: ০৩
‘ডিসি আমবাগান’ কাটা নিয়ে উত্তাপ এলাকায়

বাকেরগঞ্জে ‘ডিসি আমবাগান’ কেটে সাফ করা নিয়ে উপজেলা প্রশাসন ও পরিষদ দ্বিধাবিভক্তি হয়ে পড়েছে। এদিকে কেটে ফেলা আম টক নাকি মিষ্টি সে আলোচনাও তুঙ্গে। উল্লেখ্য, গত ৩১ অক্টোবর ‘আম টক, তাই বাগান উজার করে ভবন’ শিরোনামে একটি সংবাদ আজকের পত্রিকায় প্রকাশ হলে হইচই পড়ে যায় এলাকায়।

বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, সকলের সিদ্ধান্তে ৮৭টি আম গাছ কাটা হয়েছে। এই আম মিষ্টি নাকি টক তা প্রমাণ করতে হবে। এ জন্য কিছু গাছ রেখে দিয়েছি। এটাকে ডিসির আমবাগান বলা হতো শুনিনি।

বাকেরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ বলেন, উপজেলা পরিষদে যে আম গাছ লাগানো হয়েছিল তাতে ফল ধরত। আম টক এ জন্য গাছ কাটা যায় নাকি? এর একটি নীতিমালা থাকবে, কমিটি থাকবে।

বরিশালের এক সময়কার জেলা প্রশাসক এবং বর্তমানে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শহীদুল আলম বলেন, বাকেরগঞ্জে একটি আম বাগান করেছিলাম। সেটি কেটে ফেলেছে শুনেছি। তারা যদি স্বীকার না করেন সেখানে ‘ডিসি আমবাগান’ ছিল কিই বা করার আছে।

শহীদুল আলম হতাশা প্রকাশ করে বলেন, তাহলে বাগান কেটে তাদের ভবনই করতে বলেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবি রায় বলেন, ‘গাছ কাটার সময় আমি স্টেশনে ছিলাম না। উপজেলা চেয়ারম্যান কিংবা ভাইস চেয়ারম্যানকে প্রশ্ন করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ