Ajker Patrika

নিবন্ধন কার্ড দেখিয়ে টিকা

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১৯: ০১
নিবন্ধন কার্ড দেখিয়ে টিকা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী গণটিকা কার্যক্রমের আওতায় বগুড়া ও জয়পুরহাটে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর যাঁরা গণটিকার প্রথম ডোজ নিয়েছিলেন, তাঁরা একই কেন্দ্রে হাজির হয়ে দ্বিতীয় ডোজ নিয়েছেন। বগুড়ায় গণটিকা কার্যক্রম চার থেকে পাঁচদিন চলমান থাকলেও জয়পুরহাটের আক্কেলপুর ও কালাইয়ে গতকালই ১২ হাজার মানুষকে দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়। প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণটিকা কার্যক্রম চলার কথা থাকলে পরে সময় বাড়িয়ে তা বিকেল ৫টা পর্যন্ত করা হয়। এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা সাজ্জাদ উল হক।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় ১২ উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ৩টি পৌরসভার ১৫৫টি কেন্দ্রে ১ লাখ ৭২ হাজার ৯০০ জন টিকার দ্বিতীয় ডোজ পাবেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর করোনার প্রথম ডোজের টিকা দেওয়া হয়। ওই ১০৯টি ইউনিয়নের প্রতিটিতে ১ হাজার ৫০০ ডোজ এবং বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ ডোজ, শেরপুর পৌরসভার তিনটি ওয়ার্ডে ও জেলার সান্তাহার পৌরসভার তিনটি ওয়ার্ডের প্রতিটিতে ৫০০ করে ডোজ দেওয়া হয়। দ্বিতীয় ডোজের টিকাও একইভাবে দেওয়া হচ্ছে।

জানতে চাইলে সাজ্জাদ উল হক বলেন, ‘গণটিকা কার্যক্রম চলবে তিন থেকে চার দিন। কারণ উপজেলাগুলোতে সুবিধাজনক সময়ে টিকা দেওয়া হবে। ফলে শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। তবে সর্বোচ্চ চারদিন লাগবে গণটিকা কার্যক্রম শেষ হতে। গণটিকা কার্যক্রমে আমরা সিনোফার্মের টিকা ব্যবহার করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা গতবার যতজনকে টিকা দিয়েছি, এবার শুধু তাঁরাই টিকার দ্বিতীয় ডোজ পাবেন। এর বাইরে অন্য কেউ এই টিকার আওতায় আসবে না।’

জেলা ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, ‘গণটিকার জন্য সিনোফার্মের টিকা মজুত রাখা হয়েছিল। প্রথম ডোজের টিকা যেভাবে দেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজের টিকাও একইভবে দেওয়া হচ্ছে। প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের টিকাদানও আমরা সফলভাবে শেষ করতে পারব।’

কালাই: জয়পুরহাটের কালাইয়ে ১২ হাজার মানুষকে রেজিস্ট্রেশন কার্ড দেখে করোনাভাইরাসের সিনোফার্মার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে।

গতকাল সকাল থেকে উপজেলার পাঁচটি ইউনিয়নে পাঁচটি কেন্দ্রে ও পৌরসভার পাঁচটি কেন্দ্রে ১২ হাজার মানুষকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন রেজা। গতকাল সকাল থেকে প্রতিটি কেন্দ্রে টিকা নিতে আসাদের উপচেপড়া ভিড় ও দীর্ঘ লাইন লক্ষ করা গেছে।

আক্কেলপুর: গণটিকা কার্যক্রমে দ্বিতীয় ডোজের সিনোর্ফামের টিকা ১২ হাজার মানুষকে দেওয়া হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে দ্বিতীয় ডোজের এ টিকা দেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যানবিদ এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজের ১২ হাজার টিকার মধ্যে রুকিন্দীপুর ইউনিয়নে ১ হাজার ৭৫০, গোপীনাথপুর ইউনিয়নে ২ হাজার, তিলকপুর ইউনিয়নে ২ হাজার, সোনামুখী ইউনিয়নে ২ হাজার, রায়কালী ইউনিয়নে ২ হাজার এবং আক্কেলপুর পৌরসভায় ২ হাজার ২৫০ জনকে টিকা দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ