Ajker Patrika

৫৮৪৫ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১০: ১২
৫৮৪৫ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ

আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ৩টি ইউনিয়নে ৫ হাজার ৮৪৫ জনকে গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত একযোগে উপজেলার গৈলা ইউনিয়নে ২ হাজার ৩৮৩ জন, বাগধা ইউনিয়নে ১ হাজার ৫৭০ জন ও রত্নপুর ইউনিয়নে ১ হাজার ৮৯২ জনকে ৩টি কেন্দ্রের ৯টি বুথে গণটিকার দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন সম্পন্ন করা হয়েছে।

এ সময় উপজেলার গৈলা, বাগধা ও রত্নপুর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন, আবাসিক কর্মকর্তা ডা. মামুন মোল্লা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দ্বিতীয় ডোজের গণটিকা প্রয়োগ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ