Ajker Patrika

তৃণমূলের মানুষ ভালো নেই—জাসদ নেতা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০: ৫২
তৃণমূলের মানুষ ভালো নেই—জাসদ নেতা

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো. মোহসিন বলেছেন, ‘শুধু ইটপাথর দিয়ে উন্নয়ন করলেই প্রকৃত উন্নয়ন হয় না। মানুষের জীবনমান উন্নয়ন করাও রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান আওয়ামী লীগ শাসনামলে তৃণমূলের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে তাঁরা দিশেহারা। এর মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি যেন মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।’

গতকাল শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর জাসদ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাসদের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট আ. হাই মাহাবুব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় যুব জোটের সহসভাপতি আশিকুর রহমান বাবু, বীর মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, কে. এম আনোয়ারুজ্জামান চুন্নু, জাসদ পিরোজপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বরিশাল মহানগর জাসদ সাধারণ সম্পাদক মোসলেম সিকদার, জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম সম্পাদক এনায়েত হোসেন ছানা প্রমুখ।

সমাবেশে জাসদ নেতা মহসিন বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি উন্নয়নের কথা বলেন, অথচ আপনার সরকার দুর্নীতির উৎসব করেছে। আপনি তৃণমূলের খোঁজখবর নিয়ে দেখুন। জনগণ কি অবস্থায় আছে। বিনা ভোটে নির্বাচন করে সরকারে ক্ষমতায় যাওয়া জাসদ কোনো দিন সমর্থন করেনি, করবেও না। ‘সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ