Ajker Patrika

খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ হাজার কেজি চাল জব্দ

আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৭: ২২
খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ হাজার কেজি চাল জব্দ

বগুড়ার আদমদীঘি ও ধুনট উপজেলায় অভিযান চালিয়ে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ভোরে পৃথক অভিযান চালিয়ে এ চাল জব্দ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর-

আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর থেকে খাদ্যবান্ধব ও ভিজিডি কর্মসূচির প্রায় পৌনে ১১ হাজার কেজি চোরাই চাল জব্দ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও শ্রাবনী রায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ওই চাল জব্দ করেন। যার আনুমানিক মূল্য প্রায় সোয়া ৪ লাখ টাকা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নসরতপুর ইউনিয়নের পূর্ব ডালম্বা গ্রামের একরাম হোসেনের ছেলে আল মামুন নসরতপুর ডিগ্রি কলেজ এলাকার ইসমাইল হোসেন মণ্ডলের চালকল ভাড়া নেয়। বৈধ ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে চোরাই চালের ব্যবসা করে আসছিলেন আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইউএনও শ্রাবনী রায় ওই চালকলে অভিযান পরিচালনা করেন। গুদামের ভেতর মজুত করা খাদ্য অধিদপ্তরের সিলমোহর সংবলিত ২১৪টি চটের বস্তায় থাকা ১০ হাজার ৭০০ কেজি চাল জব্দ করা হয়। তবে, এ সময় কাউকে আটক করা যায়নি।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের জব্দ করা চাল থানা হেফাজতে নেওয়া হয়েছে।

ধুনট (বগুড়া) : বগুড়ার ধুনট উপজেলায় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ৩ হাজার ১৯০ কেজি সরকারি চাল বোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর ৪টার দিকে উপজেলার কালেরপাড়া এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। এ সময় ট্রাক চালক শাহ আলমকে (৩৮) আটক করা হয়। তিনি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পারুলকান্দি গ্রামের বিশা প্রামাণিকের ছেলে।

থানা পুলিশ জানায়, ৯৯৯-এ ফোন পেয়ে বুধবার ভোররাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে চালের বস্তা বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়। জব্দ করা ট্রাক ও চাল থানা পুলিশের হেফাজতে রয়েছে। চালের তিনটি বস্তায় সরকারি সিলমোহর ছিলো। বাকি বস্তাগুলো ছিল প্লাস্টিকের। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, জব্দ করা ট্রাক ও চাল থানা হেফাজতে রাখা হয়েছে। আটক ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ