Ajker Patrika

সুষ্ঠু ভোট নিশ্চিতের দাবি প্রার্থীদের

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৯: ২৯
সুষ্ঠু ভোট নিশ্চিতের দাবি প্রার্থীদের

বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থীরা সুষ্ঠু ভোট নিশ্চিত করার দাবি করেছেন। তাঁদের কেউ কেউ হুমকি পাওয়ার অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার প্রশাসনের সঙ্গে আচরণবিধি এবং আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এমন দাবি ওঠে। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিনের সঞ্চালনায় নগরীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত সভায় প্রার্থীরা নির্বাচন নিয়ে নানা বিষয় তুলে ধরেন। চরমোনাই ইউপির স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী সাব্বির হোসেন গিয়াস বলেন, তারা স্বতন্ত্র প্রার্থীরা সুষ্ঠ নির্বাচন চেয়েছেন। কেননা নানা চাপ রয়েছে।

চরকাউয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ সভায় বলেছেন, তার জীবনের ওপর হুমকি আছে। তিনি সুষ্ঠ নির্বাচন চান।

প্রার্থীদের এমন দাবির প্রেক্ষিতে ইউপি ভোট সুষ্ঠু হওয়ার আশ্বাস দিয়েছেন বিভাগীয় কমিশনার। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র‍্যাব-৮ এর অধিনায়ক মো. জামিল হাসান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ