Ajker Patrika

ছাত্রলীগ নেতার গ্রাসে প্রস্তাবিত পার্ক

খান রফিক, বরিশাল
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১২: ৩৯
ছাত্রলীগ নেতার গ্রাসে প্রস্তাবিত পার্ক

বরিশালের বাকেরগঞ্জে শেখ রাসেল স্মৃতি শিশু পার্কের (প্রস্তাবিত) জমি দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় কলেজ ছাত্রলীগ নেতা আসাদুল ইসলাম রাজুর বিরুদ্ধে। গত শুক্রবার থেকে সেখানকার মাঠে বালু ফেলা হচ্ছে। তিনি সেখানে উঁচু করে স্টল করার পাঁয়তারা করছেন বলে জানা গেছে। এতে বাকেরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারও আড়ালে পড়ে যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন।

আসাদুল ইসলাম রাজু সরকারি বাকেরগঞ্জ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এবং ঘটনাস্থল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর মাফুজা বেগম ভানুর ছেলে। এই পার্ক করার জন্য সম্প্রতি ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ।

বরিশাল-৫ (বাকেরগঞ্জ) আসনের সাংসদ নাসরিন জাহান রত্না এ তথ্য স্বীকার করে জানান, শেখ রাসেল স্মৃতি শিশু পার্ক বাস্তবায়নে মন্ত্রণালয়ের অনুমতি প্রক্রিয়াধীন। এর মধ্যে সেখানকার সরকারি জমি মেয়রের লোকজন দখল করছে বলে খবর পেয়েছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দ্রুত জমি উদ্ধারের নির্দেশ দিয়েছেন। সব দপ্তরেও চিঠি দেবেন বলে জানান এমপি রত্না।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাড়ি বাজার সংলগ্ন শেখ রাসেল স্মৃতি (প্রস্তাবিত) শিশু পার্কের জন্য প্রায় ১ একর জমি বরাদ্দ হয়। পার্কের ভিত্তি প্রস্তর উদ্বোধনও করেন সাংসদ রত্না। ওই জমির দক্ষিণ পাশের প্রায় ১০ শতাংশ বালু দিয়ে ভরাট করে ভিটা করেছে সরকারি বাকেরগঞ্জ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু। স্থানীয় একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, ছাত্রলীগ নেতা রাজু সেখানে দোকান-পাট করার জন্য খোলা মাঠ দখল করে ভরাট করেছেন। গত দুই দিন ধরে পিলার ও চেয়ার দিয়ে ঘেরাও করে পার্কের ওই জমি দখল করা হয়। সেখানে স্টল হলে কেন্দ্রীয় শহীদ মিনারও আড়ালে চলে যাবে। রাজু স্থানীয় আওয়ামী লীগের এক শীর্ষ নেতার অনুসারী হওয়ায় প্রশাসনও কিছু করছে না।

জানতে চাইলে সরকারি বাকেরগঞ্জ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আসাদুল ইসলাম রাজু জানান, নিজস্ব কাজ করার জন্য মাঠে বালু রেখেছেন। বালু যাতে সরিয়ে নেওয়া যায় এ জন্য সুপারি গাছের বেড়া দেওয়া হয়েছে। তিনি স্বীকার করেন যে তার ড্রেজারের ব্যবসা আছে। তবে যে বালু রেখেছেন সেটা কেনা।

ছাত্রলীগ নেতা রাজু বলেন, তিনি মাঠ খোলা পেয়েছেন তাই বালু রেখেছেন। ১০-১৫ দিনের মধ্যে সরিয়ে ফেলবেন। তার দাবি মাঠের জমি দখল করে অনেকেই ঘর তুলেছে। প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

রাজুর মা এবং ওই এলাকার ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মাফুজা বেগম ভানু বলেছেন, তার ছেলে সরকারি জমি দখল করছে কিংবা বালু ফেলেছে এ রকম কিছু নলেজে নেই। খোঁজ নিয়ে জানাবেন।

এ প্রসঙ্গে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় বলেন, প্রস্তাবিত শেখ রাসেল স্মৃতি শিশু পার্কের জমি দখলের খবর পেয়েছেন। বিষয়টি স্থানীয় সাংসদ ফোনে অবহিত করে ব্যবস্থা নিতে বলেছেন। ইতিমধ্যে সার্ভেয়ার ও কানগো পাঠিয়ে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

এ ব্যাপারে বাকেরগঞ্জ পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া বলেন, শেখ রাসেল পার্ক করার বিষয়টি ভুয়া। এমপির কোঠায় টাকা আসছে, তা খরচ করার জন্য এমপি ভিত্তিপ্রস্তর করে পার্ক করার ঘোষণা দিয়েছেন। সরকারি ওই জমিটি, যে যেরকম ভাবে পারে দখল করছে। জমিটি পৌরসভার নয় বলে সাফ জানিয়ে দেন মেয়র লোকমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ২২ বিচারপতি

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

এলাকার খবর
Loading...