Ajker Patrika

সাংবাদিকদের সম্মান জানালেন ডিআইজি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১০: ১২
সাংবাদিকদের সম্মান জানালেন ডিআইজি

‘বরিশালের সাংবাদিকেরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেন। সংবাদপত্রে তাদের উপস্থাপন করা বেশির ভাগ তথ্যই থাকে নির্ভুল। বরিশাল বিভাগে অপরাধ নিয়ে প্রকাশিত সংবাদগুলো যাচাই-বাছাই করে আমি বিষয়টি নিশ্চিত হয়েছি। এ জন্য বরিশালের সাংবাদিকেরা যথাযথ সম্মান পাওয়ার যোগ্যতা রাখেন’- এ কথা বলে চেয়ার থেকে ওঠে দাঁড়িয়ে সাংবাদিকদের সম্মান জানান বরিশাল রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এস এম আক্তারুজ্জামান। রেঞ্জ ডিআইজি’র দপ্তরের এক পরিসংখ্যানে সম্প্রতি বরিশালের সংবাদপত্রে প্রকাশিত ২৫৮টি সংবাদের মধ্যে ২৩৪টিরই সত্যতা মিলেছে।

পুলিশের দৈনন্দিন কার্যক্রমগুলো ডিজিটাল পদ্ধতিতে মনিটরিং নিয়ে গতকাল রোববার জেলা পুলিশ লাইনসের ড্রিল শেড মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ডিআইজি এস এম আক্তারুজ্জামান এভাবে নিজের অনুভূতি প্রকাশ করেন।

এস এম আক্তারজ্জামান গত ১ জুলাই বরিশাল রেঞ্জ ডিআইজি পদে যোগদান করেন। তিনি বলেন, এরপর থেকেই তিনি স্থানীয় ও জাতীয় দৈনিকে অপরাধ নিয়ে প্রকাশিত সংবাদগুলো নিয়মিত কাটিং করে খোঁজ খবর নেওয়া শুরু করেন। এ পর্যন্ত ২৫৮টি সংবাদ যাচাই-বাছাই করে ২৩৪টি ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন। তিনি এসব ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকার বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিয়েছেন।

রেঞ্জ ডিআইজি বলেন, বরিশাল বিভাগের পুলিশ বাহিনীতে স্বচ্ছতা, জবাবদিহি, গতি ও আধুনিকতা আনতে ডিজিটাল অটোমেটেড রিপোর্টিং এবং মনিটরিং ব্যবস্থা গ্রহণ করেছেন। এ পদ্ধতিতে বরিশাল রেঞ্জের আওতায় ৭টি ড্যাশবোর্ড পরিচালিত হচ্ছে। এসব কার্যক্রমে তিনি বরিশালের সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা চান।

বরিশাল জেলা পুলিশ সুপার মারুফ হোসেনসহ পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ