Ajker Patrika

‘ধর্মান্ধ গোষ্ঠীকে প্রশ্রয় দেয় বিএনপি’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০: ০০
‘ধর্মান্ধ গোষ্ঠীকে প্রশ্রয় দেয় বিএনপি’

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেছেন, বিএনপি একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল। তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও ধর্মান্ধ ও উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় দেয়। বিভিন্ন সময়ে সরকারের নির্বাচন ঠেকানোর নামে দলটি সাম্প্রদায়িক উসকানি দিয়েছে। তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। গতকাল সোমবার বরিশাল নগরীর অভিজাত হোটেল গ্রান্ড পার্কে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

বিকেলে হোটেলের সাউথ গেটে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আফজাল হোসেন আরও বলেন, তারেক জিয়ার নেতৃত্বে নানা অপকর্ম হয়েছে। ওই মানুষটির মগজ থেকে ২১ আগস্টের মতো ঘটনা তৈরি হয়। তার দল সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন মন্তব্য করেন যেসব স্থানে হামলা, ভাঙচুর হয়েছে সেখানে স্থানীয়ভাবে সংকট থাকতে পারে। সে ক্ষেত্রে স্থানীয় সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক শক্তি সবাই মিলে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের নেতাদের ওই অঞ্চলে পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন এই নেতা।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আওয়ামী লীগ এককাট্টা। তিনি স্বীকার করেন দলে পদ-পদবির জন্য ভিন্নমত থাকতে পারে। তবে সাম্প্রদায়িক উসকানি সৃষ্টি করে যারা হত্যা, কু, সন্ত্রাস করে তাদের বিচার হবে না তা হতে পারে না।

হোটেল গ্রান্ড পার্কের এই সংবাদ সম্মেলনে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ অন্যরা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ