Ajker Patrika

‘ট্রেন জনগণের, শেখ হাসিনা জনগণের’

আপডেট : ১২ নভেম্বর ২০২১, ১৮: ৪০
‘ট্রেন জনগণের, শেখ হাসিনা জনগণের’

ঈশ্বরদী-ঢাকা রেলপথে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করেছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় এর উদ্বোধন করেন তিনি।

এদিকে মুজিব শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দ জামতৈল স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজেরও উদ্বোধন করেন রেলপথমন্ত্রী।

কামারখন্দের উদ্বোধনী এক অনুষ্ঠানে রেলপথমন্ত্রী বলেছেন, ‘ট্রেন জনগণের, শেখ হাসিনা জনগণের, জনগণের কল্যাণে সব সময় কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

উল্লাপাড়ায় রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে ধ্বংসপ্রায় রেল বিভাগকে নতুন করে চাঙা করেন। তিনি রেলপথকে আধুনিক এবং এর উন্নয়নে বহুমুখী কর্মপরিকল্পনা প্রণয়ন করেন। এই পরিকল্পনার ধারাবাহিকতায় আজ (বৃহস্পতিবার) উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের আধুনিকায়ন ও উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে।’

রেলমন্ত্রী তাঁর বক্তব্যে আরও বলেন, ‘বাংলাদেশে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো ছিল খুবই নিচু। এতে ট্রেন থেকে যাত্রীদের ওঠানামায় অনেক অসুবিধা হতো। স্টেশনগুলোতে শিশু বাচ্চাদের মায়ের দুধ পান করানোর কোনো ব্যবস্থা ছিল না। প্ল্যাটফর্মগুলোতে ছিল ট্রেনের তুলনায় অনেক ছোট। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখন সরকারের রেভিনিউ খাতের অর্থ থেকে প্রতিটি স্টেশনের প্ল্যাটফর্ম উঁচুকরণ, সম্প্রসারণ, শেড নির্মাণ এবং শিশু বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য ফিডিং সেন্টার নির্মাণের ব্যবস্থা নিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ