Ajker Patrika

নারী নেতৃত্ব নিশ্চিতের দাবি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১০: ১৫
নারী নেতৃত্ব নিশ্চিতের দাবি

বরিশাল মহানগর আওয়ামী লীগের ৭৪ সদস্যের কমিটিতে নারী সদস্য মাত্র একজন। নিয়ম রক্ষার নারী বিষয়ক সম্পাদক পদে একজন নারী রাখা হয়। সংগঠনে তার কাজ কী তা ওই পদধারী নারীও জানেন না। রাজনৈতিক দলের সব পর্যায়ে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিত করার দাবিতে বরিশালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথ্ বলেন মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী কোহিনুর বেগম। সংবাদ সম্মেলনে অধিকাংশ নারী সদস্য রাজনৈতিক দলে বঞ্চিত হওয়ার দাবি তুলে ধরেন। উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে গত রোববার সকালে নগরীর বিডিএস মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নারী ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান। রূপান্তরের বরিশালের সমন্বয়কারী রাবেয়া বসরী, সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশালের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ সংবাদ সম্মেলনে তাদের মতামত দেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জানানো হয়, নিবন্ধন আইনে সকল রাজনৈতিক দলের কমিটির ৩৩ ভাগ নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অথচ দেশে প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে ২৪ ভাগ এবং বিএনপিতে ১৫ ভাগ নারী প্রতিনিধি রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ