Ajker Patrika

নতুন নেতৃত্বে উচ্ছ্বসিত বিএনপির নেতা-কর্মীরা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১১: ৪৩
নতুন নেতৃত্বে উচ্ছ্বসিত বিএনপির নেতা-কর্মীরা

অনেক বছর পর বরিশালে বিএনপির ৩টি ইউনিটের কমিটি গঠন হওয়ায় দারুণ খুশি দলটির স্থানীয় নেতা-কর্মীরা। কমিটি গঠনের খবরে গতকাল বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ভিড় জমে যায়। পরে তাৎক্ষণিক এক সভায় নেতৃবৃন্দ দলের চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

গতকালের এই সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদ্য মনোনীত সদস্যসচিব মীর জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আক্তার হোসেন মেবুল, বিএনপি নেতা শাহ আমিনুল ইসলাম আমিন, যুবদলের মহানগর সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন, সেচ্ছাসেবকদলের মহানগর সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মশিউর রহমান পিন্টু প্রমুখ।

নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত তাৎক্ষণিক সভায় মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির নেতা-কর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থেকে দলের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি আগামী দিনের সংগ্রামের জন্য সকলকে দলীয় কার্যক্রমে অংশগ্রহণের পরামর্শ দেন। দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আক্তার হোসেন মেবুল বলেন, বরিশাল বিএনপিকেও আরও শক্তিশালী করতে হবে। এ সময় নেতা-কর্মীরা নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ