Ajker Patrika

প্রধানমন্ত্রীর জন্মদিনে লেজার ও ড্রোন শো

বরিশাল প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪২
প্রধানমন্ত্রীর জন্মদিনে লেজার ও ড্রোন শো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বরিশালে লেজার ও ড্রোন শো করেছে বেসরকারি প্রতিষ্ঠান ফরচুন সুজ কোম্পানি। গত মঙ্গলবার রাত ৯টায় নগরীর কাউনিয়া বিসিক এলাকায় প্রিমিয়ার ফুড ওয়ার লিমিটেড ভবনে এ লেজার ও ড্রোন শো অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন ফরচুন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও বিসিক মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান। এরপর লেজার শোয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এ সময় ফরচুন টেকনোলজির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এরপর ড্রোন শো অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ এনামুল হক, বরিশাল অঞ্চলের কর কমিশনার মোহাম্মদ মোস্তফা, বরিশাল বিসিক শিল্প নগরীর ডিজিএম জালিস মাহমুদ ও ইসলামী ব্যাংক বরিশালের জোনাল হেড আমিনুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ