Ajker Patrika

প্রায় দুই বছর পর স্বপ্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

মির্জাপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬: ০৯
প্রায় দুই বছর পর স্বপ্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার

প্রায় দুই বছর পর মির্জাপুর উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খালেদা সিদ্দিকী স্বপ্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গতকাল রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

এতে উল্লেখ করা হয় ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে আপনাকে দলের গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। দুঃখ প্রকাশ করে আপনার আবেদনের প্রেক্ষিতে উক্ত বহিষ্কারাদেশ নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো।’

জানা গেছে, ২০১৯ সালে খালেদা সিদ্দিকী স্বপ্না দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের সিদ্ধান্ত পরিপন্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় খালেদা সিদ্দিকী স্বপ্নাকে বহিষ্কার করা হয়। এদিকে প্রায় দুই বছর পর মহিলা দল নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় মির্জাপুরে নেতা-কর্মীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে।

স্বপ্নাকে অভিনন্দন জানিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও পৌর বিএনপির সাবেক সভাপতি হজরত আলী মিঞা বলেন, আশা করছি ভবিষ্যতে তিনি দলের গঠনতন্ত্র মেনে রাজনীতি করবেন।

এ বিষয়ে খালেদা সিদ্দিকী স্বপ্না বলেন, দলের সিদ্ধান্তে তিনি খুবই খুশি। ভবিষ্যতে তিনি দলের গঠনতন্ত্র মেনে দলকে শক্তিশালী করতে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত