Ajker Patrika

সোনাতলা পৌরসভা নির্বাচন কাল

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯: ২৯
সোনাতলা পৌরসভা নির্বাচন কাল

রাত পোহালেই বগুড়ার সোনাতলা পৌরসভা নির্বাচন। আগামীকাল (২ নভেম্বর) অনুষ্ঠিতব্য নির্বাচন নির্বিঘ্ন করতে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন।

প্রথমবারের মতো ইভিএমে অনুষ্ঠেয় সোনাতলা পৌরসভা নির্বাচনে ৯ হাজার ৪০৪ জন পুরুষ ভোটার এবং ১০ হাজার ১১৯ জন নারী ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পৌরসভার ১১টি কেন্দ্রে ৭০টি বুথে ভোট অনুষ্ঠিত হবে। ২০০১ সালের ২৬ এপ্রিল প্রতিষ্ঠিত ১২.৩৭ বর্গকিলোমিটারের ‘খ’ শ্রেণির সোনাতলা পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানী (নৌকা প্রতীক), স্বতন্ত্র প্রার্থী, বর্তমান মেয়র জাহাঙ্গীর আলম নান্নু (নারকেল গাছ প্রতীক) ও স্বতন্ত্র প্রার্থী, সাবেক সাংসদ হাবিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এ কে এম সাকিল রেজা বাবলা (জগ প্রতীক)। এ ছাড়া ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফ হোসেন জানান,  পৌরসভা নির্বাচনে ১১টি ভোটকেন্দ্রে ১১ জন প্রিসাইডিং অফিসার, ৭০ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ১৪০ জন পোলিং অফিসার ভোটগ্রহণ নিয়োজিত থাকবেন।  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ ফোর্স, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে। নির্বাচনের দিন ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ১১টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ