Ajker Patrika

অসুস্থ বৃদ্ধাকে অর্থ সহায়তা দিলেন ডিসি

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ২৬
অসুস্থ বৃদ্ধাকে অর্থ সহায়তা দিলেন ডিসি

ভরণপোষণ না দেওয়ায় সন্তানের বিরুদ্ধে মামলা করা সেই অসুস্থ বৃদ্ধাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। গত সোমবার রাতে নগরীর বৈদ্যপাড়ায় বৃদ্ধা জাহানুর বেগমের ভাড়া বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করে জেলা প্রশাসক এ সহায়তা তুলে দেন। সমাজ সেবা অধিদপ্তরের জটিল রোগে সহায়তা কর্মসূচির আওতায় এ সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আল মামুন তালুকদার, এনডিসি নাজমুল হুদা, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার অসুস্থ জাহানুর বেগমের বড় সন্তান সবুর হাওলাদার ও ছোট মেয়ে সাহিদা আক্তারের কাছে তার স্বাস্থ্যের খোঁজ খবর নেন। সম্পত্তি বিক্রি নিয়ে অন্যান্য সন্তানের সঙ্গে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন।

উল্লেখ্য, সামর্থ্য থাকা সত্ত্বেও জাহানুর বেগমকে তার দুই সন্তান ভরণপোষণ দিচ্ছে না ও খোঁজ খবরও নিচ্ছেন না। অর্থাভাবে এক মেয়ের বাসায় তিনি খুব কষ্টে দিন কাটাচ্ছিলেন। এমনকি তার দুই সন্তানের বাধায় নিজের সম্পত্তি বিক্রি করেও চিকিৎসা করাতে পারছেন না। বিষয়টি নজরে এলে সম্প্রতি তার বাড়িতে গিয়ে সন্তানদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ