Ajker Patrika

হাসপাতাল সড়কে যান চলাচল দেড় মাস বন্ধ

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১০: ০০
হাসপাতাল সড়কে যান চলাচল দেড় মাস বন্ধ

বরিশালের বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক ভেঙে যাওয়ার পর সংস্কার কাজ হলেও যানচলাচল বন্ধ প্রায় দেড় মাস। এতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের ডাক্তার-কর্মচারীসহ এলাকাবাসী।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, সুগন্ধা নদীর ভাঙনে হাসপাতাল সড়ক দেবে যাওয়ায় যোগাযোগ সচল করার জন্য জরুরি ভিত্তিতে ৩০ লাখ টাকা বরাদ্দ করা হয়। ঠিকাদার ভাঙন এলাকায় পাইলিংসহ নদীতে জিওব্যাগ ফেলতে শুরু করায় ওই ভাঙনের পূর্ব পাশে ৫০ মিটার এলাকা জুড়ে সড়ক ভেঙে যাওয়ায় সড়কটি মেরামত করতে বিলম্ব হয়েছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, তবে ফের ভেঙে যাওয়া সড়ক তড়িৎ গতিতে সংস্কার করা হয়েছে। হাসপাতাল সড়কে যানচলাচলের বাকি কাজটির দেখভাল করবে সড়ক ও জনপথ বিভাগ।

দেহেরগতি ইউপি চেয়ারম্যান মো. মশিউর রহমান বলেন, হাসপাতাল সড়কে দেড় মাস ধরে যান চলাচল বন্ধ থাকায় হাসপাতালের সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালে টিকা নিতে আসা সাধারণ জনগণকে ৫ কিলোমিটার পথ ঘুরে আসতে দ্বিগুণ ভাড়া গুনতে হয়।

এদিকে হাসপাতাল সড়ক দেড় মাস যাবৎ বন্ধ থাকায় বরিশাল বাস মালিক সমিতি বরিশাল-রাকুদিয়া ভায়া কেদারপুর স্টিমারঘাট সড়কে যানচলাচল বন্ধ করে দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ