Ajker Patrika

লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১০: ৫৯
লঞ্চ বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবি আদায় না হওয়া পর্যন্ত অভ্যন্তরীণ নৌপথে লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকেরা। গতকাল শনিবার দুপুর থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে বরিশালে চরম দুর্ভোগে পড়েছেন লঞ্চের হাজার হাজার যাত্রী।

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার কেন্দ্রীয় সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘গত শুক্রবার দুপুরে মালিক সমিতির এক জরুরি সভায় লঞ্চ মালিকেরা ভাড়া বাড়ানোর দাবি করেন। তখন ওই সভা থেকে ভাড়া বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার জন্য বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের সঙ্গে কথা বলি। গতকাল শনিবার বেলা ১২টার মধ্যে সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান। কিন্তু তিনি কোনো সিদ্ধান্ত না দেওয়ায় মালিকেরা লোকসান দিয়ে লঞ্চ চলাচল অব্যাহত রাখতে অপারগতা প্রকাশ করেছেন।’

এদিকে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশত রুটে বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। অপরদিকে দক্ষিণাঞ্চল থেকেও শনিবার কোনো লঞ্চ রাজধানীর উদ্দেশে ছেড়ে যায়নি। শুক্রবার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর লঞ্চ চলাচল অব্যাহত থাকায় রাজধানীমুখী মানুষের ভোগান্তি কিছুটা কম হয়েছিল। কিন্তু শনিবার লঞ্চও বন্ধ হয়ে যাওয়ায় বরিশাল ও আশপাশের জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে বরিশাল নৌবন্দর ঘুরে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটের যাত্রীরা এসে লঞ্চ না পেয়ে ফিরে যাচ্ছেন। ঢাকা বিশেষ ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার সাইফুল ইসলাম চৌধুরী গত বৃহস্পতিবার বরিশালে এসেছিলেন। শনিবার লঞ্চে তাঁর বুকিং ছিল। কিন্তু লঞ্চ বন্ধ হওয়ায় তিনি সড়কপথে ভাঙা হয়ে ঢাকা যাচ্ছেন মোটরসাইকেলে। এভাবেই দক্ষিণাঞ্চলের হাজার হাজার যাত্রী লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ মাথায় নিয়ে রাজধানীমুখী হচ্ছেন।

অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘২০১৩ সালের পর একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়লেও লঞ্চ ভাড়া সমন্বয় করা হয়নি। চলমান প্রেক্ষাপটে আমরা চাই শতভাগ ভাড়া বৃদ্ধি করা হোক। করোনাকালে আমরা চরম আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছি। লোকসান দিয়ে আর লঞ্চ চালানো সম্ভব নয়।’

এ ব্যাপারে বরিশাল-ঢাকা নৌপথের কীর্তনখোলা-১০ লঞ্চের সহকারী ব্যবস্থাপক রিয়াজুল করীম বেলাল বলেন, মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তাঁদের লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে না। অগ্রিম বুকিং নেওয়া কেবিন যাত্রীদের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ