Ajker Patrika

জয়ন্তী ও আড়িয়াল খাঁয় মা ইলিশ শিকার

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১০: ৩১
জয়ন্তী ও আড়িয়াল খাঁয় মা ইলিশ শিকার

সরকারিভাবে নিষেধাজ্ঞার সময় মুলাদীতে মা ইলিশ শিকারের যেন উৎসব চলছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর ইলিশ রক্ষায় অভিযান চালালেও জেলেদের থামাতে পারছেন না। কৌশল পাল্টে জেলেরা উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখাঁ নদীতে মা ইলিশ শিকার করছেন। সরকারি সহযোগিতা পেয়েও জেলেরা আইন অমান্য করে মাছ ধরায় জনপ্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ ঘোষণা করে সরকার। এই সময়ে জেলেদের জন্য চাল দেওয়া হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ইতিমধ্যে জেলেদের মাঝে চাল বিতরণ করছেন। কিন্তু গতকাল শুক্রবার উপজেলার জয়ন্তী ও আড়িয়ালখা নদীতে সহস্রাধিক নৌকায় জেলেদের মাছ ধরেন।

ইলিশ নিধনে পেশাজীবী জেলেদের সঙ্গে যুক্ত হয়েছেন মৌসুমি জেলেরা। এসব লোকজন ইটের ভাটা, কৃষি কাজ, ঢাকায় বিভিন্ন কাজ করেন। ইলিশের প্রজনন মৌসুমে তারা পেশাজীবী জেলেদের সঙ্গে যোগ দিয়ে মাছ শিকার করেন। কিছু জেলে শিক্ষার্থীদের নিয়ে মাছ ধরেন বলে অভিযোগ রয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর দ্রুতগামী নৌকা (স্পিড বোট) ও ট্রলার নিয়ে অভিযান চালায়। কিন্তু জেলেরা তাদের ছোট নৌকায় অস্থায়ী ইঞ্জিন লাগিয়ে নিয়েছেন। ফলে প্রশাসনের অভিযান টের পেলেই দ্রুত পালিয়ে যান তারা। এ ছাড়া ছোট খালে প্রবেশের পর অভিযানকারীরা তাদের নাগাল পায় না।

ষোলঘর গ্রামের রিয়াজুল ইসলাম জানান, ইলিশ ধরা, বিক্রয় ও পরিবহন করা নিষিদ্ধ। কিন্তু জেলেরা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জয়ন্তী নদীতে মাছ ধরছেন। জেলেদের সহযোগিতা করছেন তাদের পরিবারের নারী ও শিশু সদস্যরা।

একাধিক জেলে জানান, অভিযানের ট্রলার চালকদের সঙ্গে কতিপয় জেলে ও স্থানীয় নেতাদের আঁতাত রয়েছে। প্রশাসন কোথাও অভিযানে বের হলেই ট্রলার চালকেরা মুঠোফোনে বিষয়টি জানিয়ে দেয়। তাই তারা সহজেই পালিয়ে যেতে সক্ষম হন।

সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী বলেন, সরকার জেলেদের চাল দিয়েছে। এরপর জেলেরা নদীতে ইলিশ শিকার করার বিষয়টি দুঃখজনক।

উপজেলার মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী জানান, গত ৪ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকারের অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। কিন্তু জেলেদের থামানো যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ