Ajker Patrika

বন্ধ হচ্ছে শেবাচিমের করোনা ওয়ার্ড

বরিশাল প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৫: ২০
বন্ধ হচ্ছে শেবাচিমের   করোনা ওয়ার্ড

টানা দেড় বছর চালু থাকার পর বন্ধ করে দেওয়া হচ্ছে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডের কার্যক্রম। হাসপাতাল কর্তৃপক্ষ সেখানে সাধারণ রোগী ভর্তির পরিকল্পনা নিয়েছেন। হাসপাতালের দৈনিক প্রায় ২ হাজার সাধারণ রোগীর চাপ সামলাতে সেখানে আনা হচ্ছে অন্য ওয়ার্ড।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, করোনার প্রাদুর্ভাব কমে আসায় অন্য ওয়ার্ডের রোগী এখানে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১৭ মার্চ থেকে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা গেছেন ১ হাজার ৪২৬ জন।

শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় হাসপাতালের করোনা চিকিৎসা কার্যক্রম বন্ধের পরিকল্পনা নেওয়া হয়েছে। মূল ভবনে ৫০০ শয্যার বিপরীতে রোগীর চাপ থাকে দৈনিক ২ হাজারের মতো। সেখানকার ফ্লোরে রোগী, বারান্দায় রোগী। রোদে কষ্ট পাওয়ার পাশাপাশি বৃষ্টিতে ভিজতে হয় রোগীদের। যে কারণে করোনা ওয়ার্ডে সাধারণ রোগীর চিকিৎসা দেওয়া শুরু করা হবে। আজ বুধবার মেডিকেল কলেজের অধ্যাপকদের নিয়ে একাডেমিক কাউন্সিলের সভায় বিষয়টি উত্থাপন করা হবে। তাদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে কবে নাগাদ এটি করা যেতে পারে। তবে ওয়ার্ডের একাংশে আলাদা করে করোনা কর্নার করা হবে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত এ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১ জন রোগী।

সূত্রমতে, ২০২০ সালের ১৭ মার্চ থেকে এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ৭ হাজার ৩৬২ জন।

সরেজমিনে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ড ঘুরে দেখা গেছে, রোগী শূন্য অধিকাংশ বেড। স্টাফরা অলস সময় কাটাচ্ছেন। কথা হয় এখানকার নার্স ও কর্মচারীদের সঙ্গে।

সেবাপ্রদানকারী সংগঠন মৈত্রী ভলান্টিয়ারের সমন্বয়কারী কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, করোনা ওয়ার্ড গুটিয়ে নেওয়া হলেও অন্য রোগী স্থানান্তরের জন্য সতর্ক হওয়া দরকার। পাশাপাশি করোনা নিয়ে ভবিষ্যতের কথাও স্বাস্থ্য বিভাগকে ভাবতে হবে। শতভাগ করোনামুক্ত হয়নি বরিশালবাসী। এখানে যারা দীর্ঘ সময় সেবা দিয়েছেন, তাদের নিয়েও বিশদ ভাবা দরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশালের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস বলেন, করোনা ওয়ার্ডে অন্য ওয়ার্ডের রোগী শিফট করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কেননা করোনা অনেকটাই নিয়ন্ত্রণে। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ