Ajker Patrika

দেড় বছর পর সশরীরে ক্লাস, মুখর ক্যাম্পাস

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ০৯: ৫৯
দেড় বছর পর সশরীরে ক্লাস, মুখর ক্যাম্পাস

শিক্ষার্থীদের কলরবে যেন প্রাণ ফিরে পেয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। দীর্ঘ দেড় বছর পর গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ফলে শিক্ষার্থী-শিক্ষকের পদচারণায় সকাল থেকেই মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল শিক্ষা কার্যক্রম। গতকাল সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসা শুরু করেন। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন শিক্ষকদের নিয়ে শ্রেণি কক্ষ পরিদর্শন করেন এবং ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মৌরিয়া হোসেন, ইমদাদুল হক, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের পারভীন সুলতানা, আকরাম খান বলেন, ক্যাম্পাসে ফিরতে পেরে তাদের অনেক দিনের অচল জীবন যেন সচল হলো।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল আরেফিন বলেন, শিক্ষার্থীদের দুই ডোজ টিকার আওতায় আনতে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে টিকা কেন্দ্র স্থাপন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ