Ajker Patrika

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি

বগুড়া প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮: ৫৭
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি

সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও মন্ত্রণালয় গঠনসহ তিন দফা দাবি উত্থাপন করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ বগুড়া জেলা শাখা। গতকাল সোমবার দুপুরে জেলার সাতমাথায় সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানান সংগঠনের নেতারা।

এ সময় বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি সুব্রত ঘোষ, সিনিয়র সহসভাপতি খোকন চক্রবর্তী, সহসভাপতি সঞ্জয় মহন্ত প্রমুখ।

বক্তারা সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও মন্ত্রণালয় গঠন এবং শারদীয় দুর্গা পূজায় তিন দিনের সরকারি ছুটি ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে সংস্কৃত শিক্ষা পুনরায় চালু করার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ