Ajker Patrika

সেতুর দাবিতে সমাবেশ

মুলাদী প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৯: ৫০
সেতুর দাবিতে সমাবেশ

আড়িয়ালখাঁ নদীর বরিশালের মীরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে সমাবেশ করেছেন সাধারণ মানুষ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় মুলাদী-বরিশাল মহাসড়কের মীরগঞ্জ ফেরিঘাটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জের কয়েক লাখ মানুষের ভোগান্তি নিরসনে মীরগঞ্জে সেতু নির্মাণের দাবি করা হয়। হিজলা, মুলাদী, মেহেন্দিগঞ্জ ও বাবুগঞ্জ ফোরামের ব্যানারে আয়োজিত এই সমাবেশে হাজারো মানুষ যোগ দেন।

গতকাল বৃহস্পতিবার সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. আবু বকর ছিদ্দিক এবং মুলাদী-বাবুগঞ্জ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু মীরগঞ্জ পরিদর্শনে যাওয়ার সংবাদে সাধারণ মানুষ সেখানে জড়ো হন। তারা সেতু দাবি সংবলিত ব্যানার, লিফলেট ও ফেস্টুন নিয়ে সমাবেশ করেন।

মীরগঞ্জ সেতু বাস্তবায়ন ফোরামের সদস্য রাকিব হোসেন জানান, মীরগঞ্জ খেয়া ও ফেরিঘাট একটি দুর্ভোগের নাম। ঘাটের ইজারাদার কিংবা পরিচালনাকারী কেউ যাত্রীদের সুযোগ-সুবিধার কথা বিবেচনা করেন না। খেয়াঘাটে ছাউনি ছাড়া ট্রলারে পারাপার হতে হয়। যাত্রীদের রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নদী পার হতে হয়। এর সঙ্গে খেয়াঘাট পার হতে টাকার সঙ্গে ট্রলারে আলাদা টাকা দিতে হয়। এসব ভোগান্তি থেকে মুক্তির জন্য মীরগঞ্জে সেতু নির্মাণ প্রয়োজন।

মাহেন্দ্র চালক ইউনুস আলী জানান, ২৪ ঘণ্টায় মাত্র ৪ বার ফেরি যাওয়া আসা করে। নির্ধারণ সময়ে ফেরি পার না হতে পারলে ৪-৫ গুণ বেশি ভাড়া দিয়ে ফেরি পার হতে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ