Ajker Patrika

২৮ বছরে হয়নি নতুন কমিটি

খান রফিক, বরিশাল
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৫: ০২
২৮ বছরে হয়নি নতুন কমিটি

২৮ বছর আগে বরিশালে জেলা যুবলীগের কমিটি হয়েছিল। নগর যুবলীগ গঠিত হয় ১৭ বছর আগে। যুবলীগের সে নেতারা এখন বয়সের ভারে ন্যুব্জ। কেউ কেউ নানা কারণে দল থেকে দূরে। তারপরও সহসাই নতুন নেতৃত্ব আসছে না বরিশাল যুবলীগে।

সম্প্রতি কেন্দ্রীয় যুবলীগ আগ্রহী নেতাদের জীবনবৃত্তান্ত চাইলেও সে তালিকায় বরিশাল জেলা না থাকায় হতাশ নেতা-কর্মীরা। এই হতাশা ২৮ বছর ধরে, এমনটাই জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা। এ পরিস্থিতিতেই আজ বৃহস্পতিবার সংগঠনের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে যাচ্ছেন নেতা-কর্মীরা।

গত মঙ্গলবার রাতে যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘একটা দল ঘরের মধ্যে ঘর করতে চায়। সামনের কমিটিতে ঠাঁই পেতে নানা ধরনের আওয়াজ দেন। যারা গ্রুপ করে তারা এ লাইনের (আওয়ামী লীগের) না। গ্রুপ, উপগ্রুপ এ শহরে হবে না।’

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে পদপ্রত্যাশী এবং পুরোনোরা। নগরীর ঐতিহ্যবাহী বিবির পুকুর এবং দলীয় কার্যালয়ের সামনে তোরণ, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে। যুবলীগের একাধিক পদপ্রত্যাশী বলেন, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম আসেন না কার্যালয়ে। যুগ্ম আহ্বায়ক খান মামুন ভিন্ন ধারায় রাজনীতি করছেন। যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার ও মেজবা উদ্দিন জুয়েলও নিষ্ক্রিয়। অপরদিকে ২৭ বছর ধরে দল কচ্ছপ গতিতে চালালেও জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহিনের ছাড়ার আগ্রহ নেই।

সর্বশেষ ১৯৯৩ সালের ১৯ ডিসেম্বর জেলা যুবলীগের সম্মেলনে জাকির হোসেনকে সভাপতি ও ফজলুল করিম শাহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছিল। গত ২৮ বছরে জেলা যুবলীগের কোনো কমিটি না হওয়ায় বরিশাল যুবলীগ ঘুণে ধরেছে, মত হতাশ নেতা-কর্মীদের।

যুবলীগে পদপ্রত্যাশী বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাকসুদ আলম মাসুদ বলেন, দলকে শক্তিশালী করতে বরিশালসহ যুবলীগের সব মেয়াদ উত্তীর্ণ কমিটি বাস্তবায়ন করা জরুরি।

জেলা যুবলীগের ২৮ বছরের সভাপতি মো. জাকির হোসেন বলেন, ইউপি ভোটের কারণে বৃহস্পতিবার সকালে শুধু পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া ১৩ নভেম্বর সকালে হবে শুভযাত্রা ও আলোচনা সভা। নতুন নেতৃত্ব গঠন না হওয়া প্রসঙ্গে বলেন, ‘সমন্বয় সভায় আমরা বলছি যে প্রতিষ্ঠাবার্ষিকীর পর হাসানাত ভাই ও মেয়রের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি করার উদ্যোগ নেব। তিনি স্বীকার করেন, তাঁর কমিটি একটু বেশি সময়ই রয়েছে। মহানগরের আহ্বায়ক ও ২ যুগ্ম আহ্বায়ক আসেন না। তবে দল তো কারও জন্য বসে থাকবে না।

এদিকে ১৭ বছর আগে ২০০৪ সালের ৭ জুলাই নিজামুল ইসলাম নিজামকে আহ্বায়ক করে মহানগর যুবলীগ গঠন করা হয়। বর্তমানে নগরের নতুন কমিটির জন্য মুখিয়ে আছেন নেতা-কর্মীরা। মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন বলেন, যুবলীগে নতুন নেতৃত্ব আসুক তা তিনি চান। কিন্তু কেন্দ্রীয় কমিটি যদি না করে তাহলে কী করার আছে। তিনি জানান, নগর যুবলীগের কর্মসূচি বরাবরই তিনি আলাদাভাবে করেন, এবারও করবেন। বরিশালে কেন জীবন বৃত্তান্ত চাইল না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বরিশাল তো আলাদা বিষয়।’

গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় যুবলীগের দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ৩১ অক্টোবর পর্যন্ত বিভাগের পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার পদ প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত চাওয়া হয়।

জানতে চাইলে যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে থাকা মাজহারুল ইসলাম বলেন, বরিশাল বিভাগে ৭টি সাংগঠনিক কমিটি। এর মধ্যে বর্ধিত সভা হওয়ায় পটুয়াখালী ২০ ডিসেম্বর এবং বরগুনা ২১ ডিসেম্বর সম্মেলন হবে। এরপর পিরোজপুর, ঝালকাঠির সম্মেলন। বরিশাল জেলা, মহানগর এবং ভোলা পরবর্তী ধাপে ধরা হবে। তিনি বলেন, যুবলীগের চেয়ারম্যান ইতিমধ্যে ভোলার কমিটি নিয়ে তোফায়েল আহমেদ এবং বরিশালের ২টি কমিটি নিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।

এ ব্যাপারে যুবলীগ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান বাদশা বলেন, নেতৃত্ব গঠন একটি ধারাবাহিক কর্মসূচি। পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি এ ৪টি জেলা যুবলীগের বর্ধিত সভা হয়েছে। তাই জীবন বৃত্তান্ত চাওয়া হয়েছে। ২৮ বছরেও বরিশাল জেলা যুবলীগের কমিটি না হওয়াটা বাস্তবতা হলেও এ মুহূর্তে কিছুই করার নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...