Ajker Patrika

চালকদের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৬: ৫৬
চালকদের ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ

ইজিবাইক চালকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর জিয়া সড়কের পুলে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২২ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও একই ওয়ার্ডের শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন, বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন, সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী, আহত ইজিবাইক শ্রমিক মোহাম্মদ হান্নান, বরিশাল রিকশা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।

বক্তারা বলেন, জিয়া সড়কসহ বরিশালের বিভিন্ন এলাকায় বিট বাণিজ্য বন্ধ হওয়ায় দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীরা ইজিবাইক সংগ্রাম পরিষদের নেতা-কর্মীদের হুমকি দিয়ে আসছিল। সোমবার রাতে ভাড়া নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে সন্ত্রাসী জসিম, সোহাগ, শাহিন, শহিদসহ ৮-১০ জন সংগ্রাম পরিষদের সদস্য মিরাজ ও হান্নানের ওপর হামলা করে। ইজিবাইক চালক সংগ্রাম পরিষদের ২২ নম্বর ওয়ার্ড সভাপতি রফিকুল ইসলামের বাসায় গিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বক্তারা এই হামলার বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সমাবেশের আগে জিয়া সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...