Ajker Patrika

যুব দিবসে সভা ও চেক বিতরণ

আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১০: ১৩
যুব দিবসে সভা ও চেক বিতরণ

‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই স্লোগানে বরিশালের বিভিন্ন উপজেলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

আগৈলঝাড়ায় গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সনদপত্র ও ৮ জন যুবককে ৪০ হাজার টাকা করে ৩ লাখ ২০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, যুব কল্যাণ তহবিলের মাধ্যমে যুব সংগঠনগুলোকে নিয়মিত আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, সনদ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

উজিরপুরে গতকাল বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন প্রমুখ। সভা শেষে প্রশিক্ষণ নেওয়া যুবকদের ৮ লাখ ১০ হাজার টাকার ঋণের চেক দেওয়া হয়।

বানারীপাড়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান পাওয়া রুবিনা আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়। পরে ১৪ জন যুবকের মধ্যে ৫ লাখ ৭০ হাজার টাকা চেক দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজের দুই দিন পর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা উদ্ধার

পুরান ঢাকায় শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যায় দুই শুটারসহ ৫ জন গ্রেপ্তার

আজকের নামাজের সময়সূচি: ১২ নভেম্বর ২০২৫

বিহারে বিজেপি-নীতীশ জোট এগিয়ে, বলছে বুথফেরত জরিপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: কর কর্মকর্তা ফাতেমার বরখাস্তের আদেশ প্রত্যাহার করে লঘুদণ্ড

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ