Ajker Patrika

বাড়তি ভাড়ায় অসহায় যাত্রী

খান রফিক, বরিশাল
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১০: ১৭
বাড়তি ভাড়ায় অসহায় যাত্রী

বরিশালে হাজারো যাত্রীকে লঞ্চ এবং বাস টার্মিনালে ভাড়া নিয়ে চরম নাজেহাল হতে হয়েছে গতকাল সোমবার। এমনকি অটো, মাহিন্দ্রয়ও বেড়েছে ভাড়া। হঠাৎই অতিরিক্ত ভাড়ার বোঝা কাঁধে চাপায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। পরিবহন মালিক থেকে শুরু করে সব সেক্টরই অসন্তোষের কথা স্বীকার করেছেন।

বরিশাল থেকে মাকে নিয়ে গত রোববার বাকেরগঞ্জ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন কলেজ ছাত্রী আসমা আক্তার। রুপাতলী বাস টার্মিনালে গিয়ে দেখেন বাড়তি ২০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। দুজনের ৪০ টাকা ভাড়া বৃদ্ধিতে অসহায়ভাবে কেবল তাকিয়েই ছিলেন তারা। একই দিন নৌবন্দরে দেখা গেল ভোলার কলেজছাত্র আব্দুল রহমান ঠায় দাঁড়িয়ে আছেন বাড়তি ভাড়া শুনে। আসমা আর রহমানের মতো অনেক যাত্রীকেই দুর্ভোগে পড়তে হয়েছে।

অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘যাত্রীদের মাঝে একটু অসন্তোষ হবেই। শুধু লঞ্চ নয়, সব পরিবহনেই ভাড়া বেড়েছে। লঞ্চের এই বর্তমান ভাড়া ২০১৩ সালে নির্ধারণ করা হয়েছিল। এরপর আমরা ৭ বার বসেও কার্যকর করতে পারিনি। কিন্তু এবার আর লোকসান দিয়ে লঞ্চ চালানো সম্ভব না।’ লঞ্চ মালিক নেতা রিন্টুর তথ্যমতে, বরিশাল-ঢাকা রুটে লঞ্চের ডেকের ভাড়া ২৫০ টাকার স্থলে ৩৫০ টাকা, সিঙ্গেল কেবিন ১০০০ টাকার জায়গায় ১৪০০ টাকা, ডাবল কেবিন ২০০০ টাকার স্থলে ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তাঁর দাবি লঞ্চের যে ভাড়ার তুলনায় বাসের ভাড়া বেশি। তিনি অবশ্য স্বীকার করেন, সব পরিবহন ভাড়া বৃদ্ধিতে জনগণের কষ্ট হচ্ছে। সরকারের এ বিষয়ে ভাবতে হবে।

এদিকে বরিশালের লোকাল রুটের লঞ্চের ভাড়াও বাড়ায় গতকাল সোমবার সকাল থেকে নৌবন্দরে অসন্তোষ দেখা গেছে যাত্রীদের মাঝে। বরিশাল-পাতারহাট নৌপথের এমভি রাজপাখির যাত্রী ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ডিজেলের দাম বৃদ্ধির খেসারত কেন জনগণ দেবে। ভোলা-বরিশাল নৌপথের এমভি আওলাদ লঞ্চের যাত্রী রবিন হোসেন বলেন, ‘এক ধাক্কায় ৩০ টাকা ভাড়া বেড়েছে। দুপুরের ভাত খাওয়া মনে হয় হবে না।’

বরিশাল নৌবন্দরের ছোট লঞ্চঘাট ঘুরে জানা গেছে, বরিশাল-ভোলা রুটে ভাড়া ৯০ টাকার পরিবর্তে ১২০ টাকা এবং বরিশাল-পাতারহাটে ভাড়া বেড়ে ৮০ টাকার স্থলে ১০০ টাকা হয়েছে। এভাবে আকস্মিক লঞ্চ ভাড়া বাড়ায় যাত্রীদের সঙ্গে সুপারভাইজারের কথা-কাটাকাটির দৃশ্যও দেখা গেছে নৌবন্দরে।

মেহেন্দীগঞ্জের বাসিন্দা চিত্রশিল্পী সাইফুল্লাহ নবীন বলেন, ‘এটা জনদুর্ভোগ। একজন যাত্রীপ্রতি কি এত ডিজেল লাগে? ৫-১০ টাকাই বাড়াতে পারে। ওরা এমনকি বর্তমানের হিসেব থেকেও বেশি ভাড়া রাখছে।’

এদিকে বাসেও বাড়তি ভাড়া নিয়ে বিপাকে পড়েছেন যাত্রীরা। নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রুপাতলী বাস টার্মিনালে বাড়তি ভাড়ার খড়গে পড়ছেন তাঁরা।

রুপাতলী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন বলেন, বরিশাল-পটুয়াখালী রুটে ২০ টাকা বেড়ে ভাড়া নির্ধারণ হয়েছে ৮০ টাকার স্থলে ১০০ টাকা, বরিশাল-বাকেরগঞ্জ ৪০ টাকার স্থলে ৬০ টাকা, বরিশাল-ঝালকাঠি, বরিশাল-পিরোজপুরও ২০ টাকা করে বেড়েছে। ভাড়া বৃদ্ধির কারণ, ডিজেলের দাম বাড়ানোর পাশাপাশি ব্রিজে অতিরিক্ত টোল পরিশোধ করতে হয়। তবে তিনি স্বীকার করেন তেল, নিত্যপণ্য সব গিয়ে পাবলিকের ওপরই পড়ে।

বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, বরিশাল-বানারীপাড়া, বরিশাল-মীরগঞ্জ ভাড়া বেড়েছে ২০-৩০ টাকা করে। এ নিয়ে যাত্রীদের সঙ্গে বাসের সুপারভাইজারদের হট্টগোল লেগেই ছিল দিনভর। বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে গৌরনদী যাবেন দিনমজুর আলী হোসেন। ভাড়া বৃদ্ধি করায় ক্ষুব্ধ আলী হোসেন বলেন, আগে ৫০ টাকা ভাড়া থাকলেও এখন ৭০ টাকা।

একই সঙ্গে বৃদ্ধি করা হয়েছে মাহিন্দ্র ভাড়া। গৌরনদীতে আগে মাহিন্দ্র বরিশাল নতুল্লাবাদ থেকে ৬০ টাকা ভাড়া থাকলেও এখন ৮০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। মাহিন্দ্র যাত্রী সোনিয়া আক্তার জানান, বরিশাল নথুল্লাবাদ থেকে বানারীপাড়ায় আগে মাহিন্দ্র ভাড়া নিত ৪০ টাকা। এখন ওই ভাড়া ৬০ টাকা।

রুপাতলীর বাসিন্দা স্কুল শিক্ষিকা সাদিয়া আফরিন জানান, রুপাতলী বাস টার্মিনালে ভাড়া নিয়ে রোববার মাহিন্দ্র ও বাস চালকেরা যাত্রীদের নানাভাবে হেনস্তা করেছেন।

সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলা সাধারণ সম্পাদক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, এভাবে জনগণের ওপর বাড়তি ভাড়ার খড়্গ ঝুলিয়ে দেওয়া অযৌক্তিক।

বরিশাল বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যফ্রন্টের সাধারণ সম্পাদক মহসিন উল ইসলাম হাবুল বলেন, লঞ্চ, বাস ও তিন চাকার যানবাহনের ভাড়া বাড়ায় যাত্রীরা অসহায় হয়ে পড়েছে।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, সরকারিভাবে ভাড়া সমন্বয় করা হয়েছে। নির্ধারিত হারে এ ভাড়া নেওয়া হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত

হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ২২ বিচারপতি

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

এলাকার খবর
Loading...