Ajker Patrika

জেলহত্যা দিবসে সভা, দোয়া

আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১১: ৩৯
জেলহত্যা দিবসে সভা, দোয়া

গতকাল ৩ নভেম্বর ছিল জেলহত্যা দিবস। এদিন চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাগারে হত্যা করা হয়। বরিশালের বিভিন্ন এলাকায় র‍্যালি, সভা, দোয়া ও মোনাজাতে দিবসটি পালিত হয়েছে।

মুলাদীতে জেলহত্যা দিবসে আওয়ামী লীগের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তারিকুল হাসান খান মিঠু, মুলাদীর ইউপি চেয়ারম্যান কামরুল আহসান, সফিপুর ইউপি চেয়ারম্যান আবু মুছা হিমু মুন্সী প্রমুখ।

উজিরপুরে জাতীয় জেলহত্যা দিবসে গতকাল সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি পরিমল কুমার বাইন প্রমুখ।

আগৈলঝাড়ায় গতকাল বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতারা। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

গতকাল সকাল ১০টায় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে জেলহত্যা দিবসের আলোচনায় অংশ নেন, প্রধান অতিথি বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ মামুন হত্যার ঘটনায় ২ শুটার শনাক্ত, গ্রেপ্তার যেকোনো সময়

শটগান–চায়না রাইফেল বাদ, ব্রাশফায়ার মুডে থাকবে এসএমজি— সন্ত্রাসীদের উদ্দেশে সিএমপি কমিশনার

৪৯তম বিশেষ বিসিএস: ৬৬৮ জনকে নিয়োগের সুপারিশ

দিল্লি বিস্ফোরণে বাংলাদেশকে জড়িয়ে ভারতীয় গণমাধ্যমের সংবাদ উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

কে পাবেন মেক্সিকো প্রেসিডেন্টের বিশ্বকাপ টিকিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ